#সৃষ্টি_সাহিত্য_যাপন কবিতা-- তোমায় ভালোবেসে কলমে - রীতা মুখার্জী ---////-----////-------////-----পাখিটার ডানায় ভর করা একটা নীল আকাশ ঠোঁটে সবুজ বনানী প্রান্তর ----- এ এক নতুন ছবি , কোনো শিল্পীর নিপুন হাতে আঁকা ।পুরাতন শুধু সেই তুম…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
কবিতা-- তোমায় ভালোবেসে
কলমে - রীতা মুখার্জী
---////-----////-------////-----
পাখিটার ডানায় ভর করা একটা নীল আকাশ
ঠোঁটে সবুজ বনানী প্রান্তর -----
এ এক নতুন ছবি , কোনো শিল্পীর নিপুন হাতে আঁকা ।
পুরাতন শুধু সেই তুমি , তবু নতুন লাগে প্রতিদিন
অবাক বিস্ময়ে চোখ মেলি আকাশে -----
দেখি তোমার আকার নিয়েছে মেঘেরা
মাটির শ্যামলতায় মিশেছে তোমার অঙ্গরাগ
দেখেছি ফুলের পাপড়িতে ঠোঁট রেখেছো ।
কাজল কালো ভ্রমর দুটি চোখ --
পদ্ম মুখের টানে আশ্রয় করেছে ও মুখমণ্ডলে ।
পাখিটা চেয়েছিল নতুন কিছু , আমার তো পুরোনোই ভালো লাগে
পাখিটা ছড়ালো ভালোবাসার বীজ শহর নগর প্রান্তরে
চেয়েছিল নতুনের জন্ম হোক আদরে আবদারে মিশিয়ে ।
আমার তো পুরোনো ই ভালো লাগে
আমার তো তোমাকেই ভালো লাগে ।।
#রীতা