Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন।। ছ্যাঁকা।। 
আদিখ্যেতা মুখেই শুধু মনের মাঝে বিষ, হৃদয় হরণ সত্য ভাষণ; সাম্যবাদের শিস্।আমার আমি হোক না বেঠিক; তোমার তুমি ভুল, সত্য ছোটে কপিধ্বজায়, হোক না প্রতিকূল। 'মিষ্টি কথায় ভিজিয়ে চিঁড়ে' হাসিল অভিল…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

।। ছ্যাঁকা।। 


আদিখ্যেতা মুখেই শুধু মনের মাঝে বিষ, 

হৃদয় হরণ সত্য ভাষণ; সাম্যবাদের শিস্।

আমার আমি হোক না বেঠিক; তোমার তুমি ভুল, 

সত্য ছোটে কপিধ্বজায়, হোক না প্রতিকূল। 

'মিষ্টি কথায় ভিজিয়ে চিঁড়ে' হাসিল অভিলাষ, 

লালন গীতি গাইছি মুখে 'তেঁতুল তলায় বাস।' 

তোমার পিরিত স্বার্থে মোড়া সিংহাসনটা চাই, 

আমার আমির অগ্নিমান্দ্য, দিন আনি দিন খাই। 

'দুধে কলায় পোষা সাপটা বিষাক্ত এক কাল,' 

'সূঁচের মতো যতই ফুটুক বেরোয় হয়ে ফাল।'

'সিঁদুর রাঙা মেঘে ভীতি ঘরপোড়া সব গরু, '

লোকদেখানো হোমাগ্নিতে রান্না শুদ্ধ চরু।

তবুও কেমন তুমি আমি গল্প করি খোস! 

বহুরূপীর মুখোশ পরে মনের মাঝে  রোষ। 

সেপাই শান্ত্রির তোষণ পোষণ কানে কুমন্ত্রণা, 

তোমার জয়েই আমার সুখ নেই কোনো যন্ত্রণা।। 


                      © সমুদ্র সেন ✍

                     ২৬/০৬/২০২১