Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ  ----------- কবিতা কবিতার নাম --- ইয়েস স্যার কলমে  ----------  তরু তালুকদার তারিখ  ---------   ২৬/০৬/২০২১ ***************************
চাকরি করবে তুমি যার , বলতে হবে -- ' ইয়েস স্যার '।  
ভালমন্দ স্য…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ  ----------- কবিতা 

কবিতার নাম --- ইয়েস স্যার 

কলমে  ----------  তরু তালুকদার 

তারিখ  ---------   ২৬/০৬/২০২১ 

***************************


চাকরি করবে তুমি যার , 

বলতে হবে -- ' ইয়েস স্যার '।  


ভালমন্দ স্যারের কথা; 

শুনতে হবে যথাতথা। 


কথায় কথায় বলবে ' স্যার ';

স্যার ভাববে -- তুমিই তার । 


স্যারের কান্না তোমার কান্না;

করবেনা, স্যার যা চান-না। 


স্যারের যখন হয় কষ্ট ;

যেন তোমার জীবন নষ্ট। 


ভাব দেখাবে এমনটাই , --

স্যার তোমার জীবন-টাই। 


স্যারের হাসি-- তোমার হাসি;

ফলবে ফল তোমার রাশি। 


চামচা-গিরিতে প্রমোশন;

না- পারলে ডিমোশন। 


চলবে স্যারের পিছু পিছু;

পাবে তুমি অনেক কিছু। 


যদি ঈশ্বরকেও বলো বার বার   -- " ইয়েস স্যার, ইয়েস স্যার " ; 

স্বয়ং তিনিও তখন  ভাববেন -- " তুমিই শুধু যে তার "।