সৃষ্টি সাহিত্য যাপনতারিখ-২০/৬/২০২১.শিরোনাম-নেন না বাবু দুটি গোলাপকলমে-স্বপ্না ভট্টাচার্য্য
গাড়ির পরে গাড়ি যায়,একটু যেটা ধীর পায়, সিগনাল এ-তে সময় নেয়,একটি ছেলে ছুটে এসে,বলে বাবু নেননা দুটি,গোলাপ কিনে।
কেউ নেয় কেউ বিরক্ত হয়।এ…
সৃষ্টি সাহিত্য যাপন
তারিখ-২০/৬/২০২১.
শিরোনাম-নেন না বাবু দুটি গোলাপ
কলমে-স্বপ্না ভট্টাচার্য্য
গাড়ির পরে গাড়ি যায়,
একটু যেটা ধীর পায়,
সিগনাল এ-তে সময় নেয়,
একটি ছেলে ছুটে এসে,
বলে বাবু নেননা দুটি,
গোলাপ কিনে।
কেউ নেয় কেউ বিরক্ত হয়।
এমনি করে ফুলের মতন,
ছোট্ট ছেলের জীবন চলে,
ফুলই বেঁচে।
সিগনালেতে একটি গাড়ি,
থামল এসে তাড়াতাড়ি।
গাড়ির জানালায় সেই ছেলেটি,
দাঁড়িয়ে বলে নেন না বাবু
দুটি গোলাপ কিনে।
ভিতরে বসে একটি ছেলে,
তারি সমান বয়স হবে,
টাই কোর্ট আর প্যান্ট পড়ে,
চলল বোধহয় ইস্কুলেতে।
তারি বাবা কিনল গোলাপ,
নিলোনা ফেরত টাকা।
বলল তোকে খুশি হয়ে,
দিলাম আমি ওটা।
ছেলেটি যেন লজ্জায় তার
নুইয়ে দিল মাথা।
ভাব দেখে তার বোঝা গেল,
ফুল না বেচা টাকা গুলো,
তাকে অনেক লজ্জা দিল।
এমনি করে কিছু মানুষ,
হয়েছিল তার চেনা।
বছর বারো কেটে গেল,
কত কি যে ঘটে গেল।
ছেলেটি হঠাৎ শুনতে পেল,
ডাকছে যেন কেউ।
দাঁড়িয়ে যেন একটি গাড়ি,
সিগনালের ওই অপেক্ষায়,
সেখান থেকে হাত বাড়িয়ে,
ডাকছে যেন কেউ বোধহয়।
চিনতে পারছিস আমায়?
সেই যে আমি নিত্যদিনে,
ছেলেকে সঙ্গে নিয়ে,
গোলাপ নিতাম কিনে।
তোমার ছেলে কোথায় বাবু?
আর দেখি না তাকে।
সে যে এখন বড় চাকুরে,
আর থাকে না আমার সাথে।
তোর খবর কী ভালো আছিস?
মায়ের আমার ভীষণ অসুখ,
বাবা গেছে মোরে।
বিয়ে করে বউ এনেছি,
মায়ের সেবা করে।
মা যে আমার ভীষণ দুঃখী,
আর কটা দিন বাঁচে নাকি,
দেখি চেষ্টা করে।
চোখের জল আর বাঁধ মানে না,
পড়ছে মনে নিজের ছেলের কথা।
যে ছেলেটি কোনদিনও,
দেখলোনা স্কুলের মুখ,
সেই ছেলেটিই মাকে দিল,
অনেক বেশি সুখ।
নিজের ছেলে আমার অনেক
শিক্ষিত হয়েছে বটে,
কিন্তু মানুষ হয়নি সেটা,
আস্ত গবেট বটে।
মানুষ নাকি শিক্ষা,
কোনটি দামি বলো?
যে শিক্ষা মানুষকে,
করে অমানুষ,
সে যে বড় খেলো।।
,