Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতার নাম - শেষ ঠিকানালেখিকা - বনশ্রী চট্টোপাধ্যায় মিশ্রতারিখ - ২৩.০২.২০২০______________________
কতটা যন্ত্রণা শেষে একটা জীবন হয়? কটা ধাপ নামলে দেখা যায়শান্ত কবর? শেষ ঠিকানা?আর কতটা রোদে পুড়লে,আর কত কত বার বৃষ্টি স্নাত হলে ?
প…

 


কবিতার নাম - শেষ ঠিকানা

লেখিকা - বনশ্রী চট্টোপাধ্যায় মিশ্র

তারিখ - ২৩.০২.২০২০

______________________


কতটা যন্ত্রণা শেষে একটা জীবন হয়? 

কটা ধাপ নামলে দেখা যায়

শান্ত কবর? শেষ ঠিকানা?

আর কতটা রোদে পুড়লে,

আর কত কত বার বৃষ্টি স্নাত হলে ?


প্রবল শীতে কুঁকড়ে যেতে যেতে

বার বার ভেবেছি। সর্ষে ফুলের খেতে

চোখ ধাঁধানো আলোর প্রান্তে

আকাশ যেখানে বিলীন দিগন্তে,

সেটাই কি জীবন সীমানা ?


হঠাৎ যদি পাতালের সিঁড়ি দেখা যায়,

যদি চকিতে জাজ্বল্যমান হয়

শেষ সিগন্যাল, যদি জেনে যাও কোন শীতে

নিঃশব্দে তুষার জমবে শোণিতে

আমার, তবে কি রক্তিম পলাশ

সাজাবে খোঁপায় আমার ? আকাশ

প্রদীপ জ্বেলে দেবে মানস গগনে ?

অকাল বর্ষনে ধুয়ে দেবে আমার

পরিচর্যা হীন কেশ? আর

আলমারির কোনে পড়ে থাকা

হিসেব খাতার যত ফাঁকা

পাতা গুলোয় শুধু ভরে দেবে আমার

প্রিয় বাসন্তী রঙ, আঁকবে সমুদ্র পাহাড় আর

রডোডেনড্রন ? আমার বালিশের পাশে রেখে

যাবে একমুঠো জুঁই বা শিউলি, দেখে

যাবে বার বার , আমি প্রজাপতি হতে

বা মুঠোতে রোদ ধরতে,

পেরেছি কিনা?


কিন্তু বিশ্বাস করো সেদিন আমি

কিচ্ছুটি চাইব না কারো কাছে।দামী

দামী উপহার, সম্মান,ভালোবাসা,কিচ্ছু না।

শেষ ধাপ গুলো আমি একাই নামব।

নিজের খেয়ালে কখনো বিহঙ্গ হব,

কখনো হাওয়ার সাথে ভেসে যাব,

বুনো হাঁসের পালকের নাও এ

তুলে দেব পাল। 

অথবা নিজেকে রাঙিয়ে

নেব গোপন সে রাগে, আপন সোহাগে,

ললিত বেহাগে।

চলে যাব পেলে হাতে

মেঘ পিয়নের চিঠি, আহ্বান মরুর

দিগন্ত পেরোলেই বন সৃজনের 

ইঙ্গিতে।


         - বনশ্রী চট্টোপাধ্যায় মিশ্র

             ( 23.02.2020)