Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম:- ভাষাকলমে:- নির্মলেন্দু মাইতিতাং:-১৯/০৭/২০২১
মানুষের ভাষা মনের আঁতুড় ঘরে ঘুরে বেড়ায়অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিড়ম্বনায়,মন জীবনের ভীড় থেকে নিগড়ে নিয়েছে নির্যাসসুখ-শান্তি, হাসি-কান্না, দুঃখ- ব…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম:- ভাষা

কলমে:- নির্মলেন্দু মাইতি

তাং:-১৯/০৭/২০২১


মানুষের ভাষা মনের আঁতুড় ঘরে ঘুরে বেড়ায়

অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিড়ম্বনায়,

মন জীবনের ভীড় থেকে নিগড়ে নিয়েছে নির্যাস

সুখ-শান্তি, হাসি-কান্না, দুঃখ- বেদনার আশ্বাস,

হৃদয়ের খাঁচায় বন্দী মন জন্ম দেয় শব্দের

শরীরে শিরা উপশিরায় শব্দ ছুটে নিরন্তর

প্রাণের ঝড় ছুটে যায় দিক দিগন্তে

রাগ, ঘৃণা, আনন্দ,উচ্ছ্বাসে জীবন সীমান্তে

এরা প্রকাশিত হয় একান্ত নিজের প্রকাশনায়

কলম কিংবা ছবিতে প্রকাশিত হয় কথামালায়,

এই শব্দ ঘুরে বেড়ায় কবিতা, গল্প, উপন্যাসের আঙিনায়

জ্ঞান ও বাস্তবতায় ব্যাপৃত হয় হৃদয়ের বদান্যতায়,

সৃষ্টির ভিতর জেগে উঠে প্রেম অপ্রেমের বীজ পায় মুক্তি

কবির কাছে আনন্দ, দুঃখ, ভালমন্দ উৎসারিত শক্তি

শক্তি জড় জীব সবার অস্তিত্বের রক্ষা কর্তা

রূপান্তরের রূপ ধরে, ঘুরে বেড়ায়- এটাই ওর স্বার্থকতা

শক্তির দ্যোতনায় মননে জাগ্রত হয়

মানুষের ইচ্ছা চিন্তা সংকল্পের আঁধার কিংবা আলোয়;

মৃত্যুর ও বুঝি নিজের আছে কোন শক্তি

যা আমাদের পীড়নের মাঝে দেয় চির মুক্তি,

হৃদয়ের খাপে বাঁধা পড়ে মন নির্দিষ্ট সীমানায়...

থেকে যায় অনেক না বলা কথা বিড়ম্বনায়

হৃদয়তো জং ধরেনা পুরনো খাপে,

মনের জং আটকানো যায় কোন প্রলেপে?

তাই অনুভবের ভাষায় এই আকাশ,বাতাস প্রকৃতি

এদের রূপ রঙ সৌরভে হয়তো পেতে পারি নিষ্কৃতি,

রঙে রঙে মাতিয়ে হৃদয় মনে লাগায় বুঝি রং

হয়তো তাই মনে ও লাগেনাকো জং,

পরিমাপক যন্ত্রদিয়ে কেউকি মনকে মাপতে চেয়েছি

 নীভন্ত চুল্লীর মাঝে কিইবা পেয়েছি,

ভাষার জগতে হৃদয় মেতেছে সন্ধানে

মন আছে মনের ভেলায়, হৃদয়ের অটুট বন্ধনে।