Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম:নিরব যৌবনকলমে: বিমান বিশ্বাসতারিখ:২৩_০৭_২০২১
এমন বিমর্ষ কেন আজ আকাশ মেঘে ঢাকা দিগন্তে অনুভব করি জীবনের জলছবি!
মেঘ নেচে যায় পশ্চিমের দেশেকোনো দ্বিরুক্তি নেই তার দেহেকপালে যেন তার ভাঙা কাজলের ভুরু,ললাটে তার লাঙল চষা আঁধারের …

 


শিরোনাম:নিরব যৌবন

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:২৩_০৭_২০২১


এমন বিমর্ষ কেন আজ আকাশ 

মেঘে ঢাকা দিগন্তে অনুভব করি জীবনের জলছবি!


মেঘ নেচে যায় পশ্চিমের দেশে

কোনো দ্বিরুক্তি নেই তার দেহে

কপালে যেন তার ভাঙা কাজলের ভুরু,

ললাটে তার লাঙল চষা আঁধারের ছড়াছড়ি।


গাঙ খুলেছে আজ রক্ত প্রবাহের দুয়ার,

অমলিন আকাঙ্ক্ষা আর সোনালী স্মৃতির পালক ছড়িয়ে সে চায়

চায় সে তার চুম্বনের স্বাধীনতা, গুনগুন ভৈরবীর লুকনো সুর, ভালোবাসার আগুন পাখি।

ভেসে যায় তরণী নিরব যৌবন নিয়ে ভাঁটার টানে হেঁয়ালি নিয়ে!

গাঙচিল উড়ে যায় স্বর্গের সন্ধানে।


সূর্যকে সরায়ে 

বিলাসী মেঘের দল

মুহুর্মুহু ভেঙে পড়ে ফরাসী বিপ্লবের ধাঁচে গাঙের ললাটে!


ইচ্ছের দরজায় আলোক রশ্মির উন্মেষ, সাদা কালো রঙের গাউন, শব্দের হাঁটাহাঁটি,প্রতীকী পিপাসা সবই যেন আজ নিকোটিনে ভেজা উন্মাদ সামিয়ানা।


বিনিদ্র ভোরের পাখি বাতাসে তবু ভাসমান

বর্ষায় ধুয়ে যাওয়া তার স্বচ্ছ চোখ 

প্রতীজ্ঞার ঘুনপোকা নিয়ে ভেসে যায়

ভেসে যায় অলকানন্দার ভঙ্গুরতা নিয়ে সংহতির খোঁজে নির্জন শরীরে।


প্রাপ্তির উল্লাস তবুও থাকে বাকি

দ্বিধায় থমকে দাঁড়ায় কলুষ হৃৎপিণ্ড

সভ‍্যতার হারানো ভুলের চোরাবালি করে কতোই না হিসেব নিকেশ?

পৃথিবীর ধুলোয় হঠাৎ হারায় মেঘের ঝিলিক, চিকচিকে সূর্যের হয় পরাজয়।


তবুও থেকে যায় একটু খিদে

ঐশ্বর্যে সাজানো বসুধায় পড়ে থাকে ছাপা হীন জ্ঞানের কৃপণতা আর জীবন বোধের দূষিত মৃত্যু।


Copyright © All rights reserved to Biman Biswas