Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম-অবকাশে প্রেমকলমে-অতনু সেনগুপ্ত 12/7/21
সুরঞ্জনা,হাতড়ে বেড়াস কার ঠিকানা--!!হাতে তোর কার ছবি?বিস্তৃর্ন পথ পেরিয়ে এসে,অবশেষেতুই  ও কি কবিই  হোবি?
 মলাট ছেঁড়া খাতার ওপরকার কথা লিখিস এত-!কার জন্য জীবন কাটাসঅগোছালো,অসংযত-!!কার ব্…

 


শিরোনাম-অবকাশে প্রেম

কলমে-অতনু সেনগুপ্ত 

12/7/21


সুরঞ্জনা,হাতড়ে বেড়াস কার ঠিকানা--!!

হাতে তোর কার ছবি?

বিস্তৃর্ন পথ পেরিয়ে এসে,অবশেষে

তুই  ও কি কবিই  হোবি?


 মলাট ছেঁড়া খাতার ওপর

কার কথা লিখিস এত-!

কার জন্য জীবন কাটাস

অগোছালো,অসংযত-!!

কার ব্যথাতে ডুবে থাকিস,

কে দিয়েছে দুঃখের পরশ--!!

সেই পরশের নোনাসুখে,

খুঁজে বেড়াস প্রাণের হরষ ??


তার ঠিকানা অলিখিত--!!

আকাশ পাড়া শূণ্য এখন,

কোথায় তারে ডাক পাঠাবি

যা লিখিস মনের মতন--


সুরঞ্জনা বলতে পারিস,এখনো কি আগের মতই

একলা বসে তারা গুনিস?

এখনো কি আগের মতই,ভেজা কার্নিসে, বসে বসে

আবোল-তাবোল জাল বুনিস??


একরাশ স্নিগ্ধতা,রাত্রির ব্যাকুলতা

অবয়ব ছুঁতে চায়,

এক ঝাঁক তারা এসে,একান্তে ভালবেসে

কত কিছু বলে যায়।


সুরঞ্জনা,কার ঠিকানা?

হাতড়ে বেড়াস?হাতের কাছে?

কবিতায় দুঃখ আছে,কবিতায় সুখ আছে

তাইত এ প্রাণ সোঁপেছি,মন মাতানো 

মনের কাছে।


অজানা পথের মাঝে,গোছা-গোছা ডাকে সেজে

সে যেন আনমনে আজ ও দাঁড়িয়ে----------

কৃষ্ণচূড়া লাল রঙে ঢেকেছে সবুজ ভূমি

পেয়ে গেছি ঠিকানা হাত বাড়িয়ে।