Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কষ্টটা এক মিষ্টি অভ্যাস 
#সৈয়দ সওকাত হোসেন                 12/07/2021
নার্গিসের চিঠির উত্তর দিতে সময় লেগে গেলো পনেরো বছর কবি কি এতোই ব্যাস্ত ছিল ... 
যাওয়ার আগে ঠিকানা রেখে যায় রুদ্র চিঠিটা  কি আজও পৌঁছেছে না আকাশে ভাসছে কাটা ঘুড়ির…

 


#কষ্টটা এক মিষ্টি অভ্যাস 


#সৈয়দ সওকাত হোসেন 

                12/07/2021


নার্গিসের চিঠির উত্তর দিতে 

সময় লেগে গেলো পনেরো বছর 

কবি কি এতোই ব্যাস্ত ছিল ... 


যাওয়ার আগে ঠিকানা রেখে যায় রুদ্র 

চিঠিটা  কি আজও পৌঁছেছে 

না আকাশে ভাসছে কাটা ঘুড়ির মত .... 


কবেই ঘর ছেড়ে চলে গেছে সে 

ফরিদীর শেষ নিঃশ্বাসে ভাসতে থাকে তখনও

সূবর্ণা ফিরে এসো ...


ভুলে যাব বললেই তো আর ভোলা যায় না 

মনে রাখা সহজ , ভোলা বড়ই কঠিন 

তাই কষ্টটা এক মিষ্টি অভ্যাস ... ।।