Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কিসের খবর আইল
মাস্তুল জলরক্ষীর দূরবীনে ছিললেগে আছে ফেরিঘাটের নোনতা স্বাদটাআর ঠোঁটগুলো যন্ত্রনায় নীলচে।
আবর্তন গতিকে রৈখিক গতি করা অসম্ভব।জেনেছিল খাঁজকাটা একটা স্ক্রু যেটায় দুলছিল ভাঙা আয়নাটা।মুখগুলো হুবহু মনে রাখার জন্য মন কাফি।
এপা…

 


কিসের খবর আইল


মাস্তুল জলরক্ষীর দূরবীনে ছিল

লেগে আছে ফেরিঘাটের নোনতা স্বাদটা

আর ঠোঁটগুলো যন্ত্রনায় নীলচে।


আবর্তন গতিকে রৈখিক গতি করা অসম্ভব।

জেনেছিল খাঁজকাটা একটা স্ক্রু 

যেটায় দুলছিল ভাঙা আয়নাটা।

মুখগুলো হুবহু মনে রাখার জন্য মন কাফি।


এপাড়া ওপাড়া হয়ে হাওয়া চলে ফেরে।

বহুদূরে সেই সব আগুন লাগা বনে-

স্বপ্ন জ্বলে জ্বলে ছবির মতো  গল্প হয়।


সেসব ক্ষত মৃত্যুর চেয়েও ভীষণ-

স্বচ্ছ ও অত্যধিক নিখুঁত 

 শুঁকে যায় পুলিশ কুকুর জ্যান্ত শরীর।


যতবার সভ্যতা স্বাধীন হয়

ততবার রঙ ফিকে। 

ছিটকে আসে আদিম ধুলোর ঘাত


এ মগের মুলুক...


(কলকাতা)


©Sonali Mandal Aich