কবিতা উশ্রী মন্ডল 12.7.2021আমি একটা..... কবিতার নৌকা আঁকতে চাই -তা কি করে সম্ভব মনে মনে ভাবছিলাম , তাই আমি.... অনেক অনেকগুলো অক্ষরকে নিয়ে -অসংখ্য ভাবনাত্মক রচনাত্মক শব্দের সৃষ্টি করলাম ;এর পর... একেকটা শব্দকে পঙতিতে বসালাম…
কবিতা
উশ্রী মন্ডল
12.7.2021
আমি একটা.....
কবিতার নৌকা আঁকতে চাই -
তা কি করে সম্ভব মনে মনে ভাবছিলাম ,
তাই আমি....
অনেক অনেকগুলো অক্ষরকে নিয়ে -
অসংখ্য ভাবনাত্মক রচনাত্মক শব্দের সৃষ্টি করলাম ;
এর পর...
একেকটা শব্দকে পঙতিতে বসালাম..
অপূর্ব অনুভূতি সম্পন্ন একটা তরণীর ছবি আঁকলাম !!
কি যেন নাই ......
হ্যাঁ তো, দাঁড় কে হবে ?
কি দিয়ে পাল তৈরী করবো ?
এটাই চিন্তা করছিলাম ,
বৈঠায় না হয় ....
আমি আমার চেতনাকে দিলাম ,
ঐ মাস্তুল হিসাবে আমার স্বপ্নকে টাঙিয়ে দিলাম ;
আর মাঝি....
নৌকার মাঝি কোথায় পাবো ?
তাই মনকেই জলযানের মাঝি রূপে বসিয়ে দিলাম !!
এবার একটা.....
গভীরস্বচ্ছ গাঙ চাই যাতে -
মন মাঝির তরীকে ভাসাতে পারি,
তাই খুঁজছিলাম ,
আমি না....
একটা সাদা পাতা নিলাম...
সেই পাতাকে আকাশী নীল রঙে রাঙিয়ে দিলাম ;
সেখানে অবশ্যই....
দুইএকটা মেঘ এঁকে দিলাম...
নদীর দুই পাশে বিস্তীর্ণ বালুকাপূর্ণ তীর বানালাম !!
এই বার....
কোলাহল শূন্য ঐ পাড়ে
যাওয়ার জন্য জনপূর্ণ তট থেকে নৌকা ভাসালাম ,
আস্তে আস্তে....
চলছি , আমার ক্ষেপণীর চালনায়..
মওজিরা ঘুমথেকে উঠে আলতোহাতে ছুঁচ্ছিল দেখলাম,
হটাৎ তখন....
হাওয়াদের মধ্যে কি উন্মুক্ততা --
জাগলো জানিনা, শন শন করে বইতে লাগলো !!
মন বলল....
চেতনাকে, " তাড়াতাড়ি স্বপ্নের পাল তোল ,
চল হাওয়ার টানে ভেসে চলি " ,
সেই চেষ্টাই করলাম ,
এক সময়....
নদীর এমনই একস্থানে এলাম ,
এখানথেকে দুইকূল অনেক দূরে সরে গেছে দেখলাম ,
আমি আমার....
কবিতাকে নিয়ে প্রচন্ড স্রোতেরটানে
ঐ সুদূরে , না দেখা কিনারাকে ছুঁতে এগিয়ে চললাম !!