Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

গদ্য কবিতা শিরোনাম "বাস ষ্ট্যান্ড"কলমে সুনীল বণিক। ২৮/৭/২০২১***********বাস ষ্ট্যান্ড সুনীল বণিক। **************২৩৮/এল, বাস,বারাসাত থেকে হাওড়া।চলে এখনো,দশ বছর আগেও চলতো।এখনো কন্ডাক্টর সেই রাম।একটু ঝুঁকে গেছে ,বোধ হয় অভাব…

 


গদ্য কবিতা 

শিরোনাম "বাস ষ্ট্যান্ড"

কলমে সুনীল বণিক। 

২৮/৭/২০২১

***********

বাস ষ্ট্যান্ড 

সুনীল বণিক। 

**************

২৩৮/এল, বাস,বারাসাত থেকে হাওড়া।

চলে এখনো,দশ বছর আগেও চলতো।

এখনো কন্ডাক্টর সেই রাম।

একটু ঝুঁকে গেছে ,বোধ হয় অভাবে।

দেখে মনে হয় ভালো নেই।

আমাদের ভগবান, রামায়ণ এর নায়ক।

রাম। ভালো নেই আজ।

বাস ছাড়বার আগে সেই কার্তিক দা,

পুরোহিত। রোজ বাসে পূজো করে।

ফুলের মালা দিয়ে সাজিয়ে 

পূজো করে চলে যায়,

যাত্রা মঙ্গল হবার কামনা------

কার্তিক দার নিজেরই মঙ্গল

হয়নি আজও।

মা দুর্গার সুযোগ্য সন্তান, কার্তিক।

আমাদের ভগবান। হায় রে!

বাস স্ট্যান্ডে ছোট্ট ছাতুর দোকানে

দোকানদারী করছে মহাদেব কাকা।

তখনো ছিলো আজ ও আছে।

এখন কাঁচা পাকা চুল দাড়িতে।

মুখে বলিরেখা, অনেক দিন পর দেখলাম। 

শতছিদ্র গেঞ্জি, পুরাতন কালচেটে

গামছা কাঁধে। জীবনেই যেন,

ছাতা পড়ে গেছে। হতাশার ছাপ----

দেবাদিদেব মহাদেব। ভালো নেই। 

গণেশ, চায়ের দোকানে বাসন মাজছে,

বছর চোদ্দ বয়েস হবে, বাধ্যতা আর কি।

ভালো নেই, ভালো নেই সও আজ---

আমাদের আর এক জাগ্রত দেবতা।

গণেশ ভগবান। ভালো নেই আজ, সেও।

নারায়ণ দার দোকানের সিঙাড়া 

আজ ও বিখ্যাত, সুস্বাদু। অতি প্রচলিত।

এই অতিমারীর দৌলতে সেও

আজ ভালো নেই। চলছে না তেমন।

হায়রে ভগবান নারায়ণ----

পরম আরাধ্য দেবতা। ভগবান।

কত সখ আল্হাদ আর স্বপ্ন মাখানো,

ওই নামগুলোতে। বাবা মায়ের কত

আদর ,স্নেহ মাখানো নামগুলোতে।

পরিস্থিতি সহায় হয়নি-----

আসলে আমাদের ভারতবর্ষের ভাগ্যাকাশে

দুর্দশার কালো মেঘ চিরকালের।

আসলে আমাদের ভগবানদের 

অবস্থা আজ একদম ভালো নেই----

কোনো কালেও ছিলো না।

আমাদের আর কি হবে।।