Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বস্তিবাসীদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, এই প্রতিবাদে নাগরিক কনভেনশন পাঁশকুড়ায়।

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না বলে নাগরিকবৃন্দরা প্রতিবাদে শবর হল। শনিবার পাঁশকুড়ার কনকপুর সিধু …

 



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না বলে নাগরিকবৃন্দরা প্রতিবাদে শবর হল। শনিবার পাঁশকুড়ার কনকপুর সিধু কানু মূর্তির পাদদেশে এক নাগরিক কনভেনশন ডেকে দাবী জানানো হলো আগে চাই পুনর্বাসন তারপর উচ্ছেদ। এই কনভেনশনে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা মধুসূদন বেরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক সমরেন্দ্রনাথ মাজি, জগদীশ শাসমল, তপন জানা প্রমূখ নেতৃত্ব। বক্তাদের বক্তব্যে উঠে আসে বসবাসকারী মানুষদের পুনর্বাসন না দিয়ে কাউকেই উচ্ছেদ করা যাবে না , উপস্থিত সবাই যে কোনো মূল্যে রুখবেন বলেও অঙ্গীকার করেন ওই কনভেনশন থেকে ।কনভেনশন থেকে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়। এরপর উপস্থিত জনতা পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের প্রতিবাদে পাঁশকুড়া থানায় বিক্ষোভ ও দেখায়। কমিটির যুগ্ম সম্পাদক কার্তিক বর্মণ ও জগদীশ শাসমল বলেন বস্তিবাসীরা সকলেই এ দেশের নাগরিক। তাদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যায় না। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। উল্লেখ করা যায় মেদিনীপুর ক্যানেলের দু'পাশে বেশ কিছুদিন ধরেই মানুষজন বসবাস করে আসছে। মেদিনীপুর ক্যানেলের সংস্কার করাকে কেন্দ্র করেই এই উচ্ছেদ বলে জানা গেছে।