প্রেম আর প্রেম ************
সাদা শাড়িতে তোমায় আকাশের মত লাগে, আকাশ বড় একা, আর একাসাদা শাড়ি পড়া বিধবা নারী । যাকে মন খুলে হাসতে নেই রঙিন হতে নেই কোন ইচ্ছে থাকতে নেই নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খেলেও কারও সংঙ্গ পেতে নেই ।
কিছু ম…
প্রেম আর প্রেম
************
সাদা শাড়িতে তোমায়
আকাশের মত লাগে,
আকাশ বড় একা, আর একা
সাদা শাড়ি পড়া বিধবা নারী ।
যাকে মন খুলে হাসতে নেই
রঙিন হতে নেই
কোন ইচ্ছে থাকতে নেই
নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খেলেও
কারও সংঙ্গ পেতে নেই ।
কিছু মানুষ সংসারী
কিছু মানুষ একা বড় একা,
আমি সংসার বুঝিনা
একাকিত্বকে পাশ কাটিয়ে চলি।
আমি বুঝি প্রেম
আমি বুঝি ভালোবাসা
প্রেম আমাকে কখনো সমিদ্ধ করেছে ,
কখনো করেছে মুগ্ধ
প্রেম কখনো কান্না দিয়েছে
কখনো করেছে সিক্ত
প্রেম আমায় শিহরিত করে
প্রেম আমায় রাত্রি জাগায়
প্রেম আমায় শিখিয়েছে অপেক্ষা
আর অপেক্ষা শেষে এক পৃথিবী ভালোবাসা।
মুঠো মুঠো বালির মতন,
আমি যুগে যুগে প্রেমিক হতে চাই,
যে প্রেম মানুষ হতে শেখায় ।