গিলবে তবে টাকা
ফাঁদ পেতেছ বৃহৎ আগেদখল সেটা বেশ,এখন খুঁজো পুঁচকে পুঁটিবাদ দেবে না কেশ।
পাইকারিটার বন্দোবস্তআগেই করে রাখো,হুলোর মতো ওঁৎ পেতেছেসকল পিঠে চাখো।
পেট কি তবে ভিন্ন তোমার প্রকষ্ঠো কি ষোলো,বস্তার মাঝে ধরছে না তোবস্ত্রের বহর …
গিলবে তবে টাকা
ফাঁদ পেতেছ বৃহৎ আগে
দখল সেটা বেশ,
এখন খুঁজো পুঁচকে পুঁটি
বাদ দেবে না কেশ।
পাইকারিটার বন্দোবস্ত
আগেই করে রাখো,
হুলোর মতো ওঁৎ পেতেছে
সকল পিঠে চাখো।
পেট কি তবে ভিন্ন তোমার
প্রকষ্ঠো কি ষোলো,
বস্তার মাঝে ধরছে না তো
বস্ত্রের বহর খোলো।
টাকায় যদি আপন করো
কৃষক জেলে ফাঁকা
ওরাই যদি হারিয়ে যায়
গিলবে তবে টাকা?
আর কত চায় তোমার বলো
আকাশ মাটি পানি,
মাটির বাতি নিভল বলে
বেহুশ বুঝি জানি।
মলয় বাগচী
১৬-০৭-২০২১