Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#যদি_জানতেম#মৌসুমী মুখার্জী
যদি বলতে পারতাম তোমাকে খুব ভালোবাসি আমি,,,,অকপটে নির্দ্বিধায়....খুব ভালো হতো জানো, সেদিনের আমি ,, জানো অর্ক,, সময় আর,যদিও আজ নেই, দেহে মনে ছুঁয়েছে বার্ধক্য। তবুও কোথাও কিশলয় মন উঁকি মারে খোলা আকাশে,…

 


#যদি_জানতেম

#মৌসুমী মুখার্জী


যদি বলতে পারতাম তোমাকে খুব ভালোবাসি আমি,,,,

অকপটে নির্দ্বিধায়....

খুব ভালো হতো জানো, সেদিনের আমি ,,

 জানো অর্ক,, সময় আর,

যদিও আজ নেই, দেহে মনে ছুঁয়েছে বার্ধক্য।

 তবুও কোথাও কিশলয় মন উঁকি মারে খোলা আকাশে,,,

ব্যর্থতার গ্লানি ভরা জীবন ,মুক্তির স্বাদ চায় , দখিনা বাতাসে।

 লিখে যেতে চায় ,তোমার কথা , হতে পারি অকবি

তবুও মন ক্যানভাসে বন্দী তোমার ,অমল কিছু ছবি।

 দীপক রাগে সুর তোলে মন, হঠাৎ বৃষ্টির আগমনে,,

 রিম ঝিম ঝিম নিক্কন তার অগোছালো আনমনে।


 জীবনে তোমায় পাওয়া হলো না, নিজেরই অবহেলায়,,,,

দুর্বল ছিলে আমার প্রতি যদি জানতাম সেই বেলায়।

 ভুলতে চাই নি তোমায় কখনো, কোনোদিন কোনোভাবে,,,

 ছিলে আমার হৃদয় মাঝে একান্ত অনুভবে।

 সময় গেছে ,কাঁটাতার পেরিয়ে সংসার অর্ণবে,

 হটাৎ ঝড়ে ওলট পালোট, খাক হয়ে গেলো যবে।

 দিশেহারা হয়ে ভেবেছি সেদিন , বেঁচে আর কি হবে?

তখন আমার তোমার কথা অযথাই মনে পড়ে,

যে দিন গুলো মুছে গেছে সে কি পিছু ছাড়ে?

বুকে তোমার অভাবী অনুভূতি তোলপাড় করে সেভাবে,

চাই না বাঁচতে আমি হাজার বছর প্রেম হীন এই ভাবে।

  দুলছে তরী নেই পাশে কেউ একাকী জীবন পারাবারে ,,,, 

তখনি তুমি দেবদূতের মতো দাঁড়ালে এক ঊষা ভোরে।

  জানি তুমি আজ অন্য কারোর, তবুও নও কোনো পরকীয়া প্রেম ,,

তুমি ছিলে আছো থাকবে এই মনে ,

 হাতে হাত রেখে অভয় দিলে , নলিনাক্ষ হেম।