এক মুঠো ছাই!কলমে-তনুশ্রী (চুমকি)তাং-12/07/21
আজ ও কান পাতলে শুনতে পাবে,আমার অতৃপ্ত আত্মার কান্না!শেকড় ছুঁয়ে ছিলাম যেদিন....সেদিন প্রতিবাদ উঠে এসেছিল মাটি থেকে....তা দমিয়ে রেখে ছিল কেবল পুরুষ প্রলাপ। এ ঠোঁটে রেখেছিলাম শান্তির দা…
এক মুঠো ছাই!
কলমে-তনুশ্রী (চুমকি)
তাং-12/07/21
আজ ও কান পাতলে শুনতে পাবে,
আমার অতৃপ্ত আত্মার কান্না!
শেকড় ছুঁয়ে ছিলাম যেদিন....
সেদিন প্রতিবাদ উঠে এসেছিল মাটি থেকে....
তা দমিয়ে রেখে ছিল কেবল পুরুষ প্রলাপ।
এ ঠোঁটে রেখেছিলাম শান্তির দাবী,
খুলেছিলাম হৃদয়ের প্রশস্ত দোর,
দেখেছিলাম স্বপ্নে একদিন
তিমিরাচ্ছন্নের বুক চিরে আসবে ঠিক ই ভোর!
সেদিন আমি দুর্গা হতে চেয়েছিলাম
তবে তা সম্ভব হয় নি !
দৈবিক বলে একাধিক অসুরকে
পরাস্ত করতে পারি নাই।
তাই আমার ব্যর্থতা স্বরূপ,উপহার পেয়েছিলাম,
শব দাহে পড়ে থাকা এক মুঠো ছাই।