Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম - সুখের কবিতাকলমে - ঝুমা মল্লিক২৬।৭।২০২১
আমি সুখ খুঁজতে গিয়ে দেখেছি নকল সুখের চাদরে ঘুমিয়ে আছে ওরা।আমি ওদের ডাকবো ,ডেকে বলবো,সুখের চাবি তোমার বুকে -খনন করো ,তারপর কুড়িয়ে নিও অনাবিল আনন্দ।
তোমার সুখে সুখী কে ?যে তোমাকে পরা…

 


শিরোনাম - সুখের কবিতা

কলমে - ঝুমা মল্লিক

২৬।৭।২০২১


আমি সুখ খুঁজতে গিয়ে দেখেছি 

নকল সুখের চাদরে ঘুমিয়ে আছে ওরা।

আমি ওদের ডাকবো ,ডেকে বলবো,

সুখের চাবি তোমার বুকে -

খনন করো ,তারপর কুড়িয়ে নিও অনাবিল আনন্দ।


তোমার সুখে সুখী কে ?

যে তোমাকে পরাবে জয়ের মালা।

আলো-আঁধারিতে কাটবে তোমার সুখের বেলা।

এক শহরে দ্বারে দ্বারে তফাৎ দেখো

মন্দবায়ু ঘরে  ঘরে নানান দরে ।

কেউ মরে ,কেউ মারে নতুন ছন্দে

সুখের খবর পেলেই আনন্দ।


সুখ যদি চাও

মন থেকে মনে গোপনে -

ভালোবাসার প্রদীপখানি জ্বালিয়ে রেখো আপন মনের কোণে।