Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

Date : 26/7/21
কি শান্ত    কি ধ্বংস ডঃ সুজাতা ঘোষ
মা - এই বোধহয় চলে গেল-     অ্যা ঠিক বলছিস তুই মা? আর আসবে না?
মা  - কি জানি। চারিদিক তাকিয়ে দেখ, কি ধ্বংস, কি শান্ত, কি চুপ-    হ্যা রে মা, প্রতি বছর কেন হয় এমন?
মা  - জল, ওই জল বড় ভয়…

 


Date : 26/7/21


কি শান্ত    কি ধ্বংস

 ডঃ সুজাতা ঘোষ


মা - এই বোধহয় চলে গেল

-     অ্যা ঠিক বলছিস তুই মা? আর আসবে না?


মা  - কি জানি। চারিদিক তাকিয়ে দেখ, কি ধ্বংস, কি শান্ত, কি চুপ

-    হ্যা রে মা, প্রতি বছর কেন হয় এমন?


মা  - জল, ওই জল বড় ভয়ঙ্কর রে। রাক্ষুসি রে ,  ও রাক্ষুসি 

- কেন বাললি? ও তো মাছ ও দেয়। ওই বেচেই  তো…………


মা  - হ্যাঁ খাবার দেয়। ওর ও তো খিদে পায়, পায় না? 

 তাই তো প্রতি বছর ভেঙেচুরে শেষ করে দিয়ে যায় সব।

 গত বছর তোর বাপটাকেও নিল টেনে 

-      বাপ আর ফিরবে নারে মা?


মা  - না আর ফিরবে না, টেনে নিয়ে গেছে বহুদূর।

-      মা  ভয় করছে রে খুব, এবার যদি তোরেও ……


মা  - আয় আমার কোলে আয়। ভয় পেলে বাঁচবি কি করে বাপ?

 আজ জল তো কাল বাঘ। খাবার তো জোগাড় করতে যেতে হবে।

-       হুম, খাবার তো জোগাড় করতে যেতেই হবে।    

আমাদের, ওদেরও ………।

ঘুম পাচ্ছে মা, একটা গল্প বল, শুনি।


মা  - তুই ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে তোর বাপের গল্প শোনাব। 


 ছেলেটা ঘুমিয়ে পড়েছিল কি আগেই, নাকি ওই রাক্ষুসি জল টেনে নিয়ে ঘুম পাড়াল  আবার?

 মাটা ও বাহুদুর বয়ে গেছে।


 আবার এসেছিলো  ঘূর্ণিঝড়। চলে যায়নি সে।

 উড়িয়ে নিয়ে গেল সব। চাল, চুলো ……………।

 রাতের গরম ভাত।

 ভাসিয়ে নিয়ে গেল মা – ছেলেকেও।  


উন্মাদ,  ভয়ঙ্কর প্রকৃতি মিশিয়ে দিয়ে গেলে সব -----

মাটি তো মা

কোলে তুলে নিল সব, তার ফেলে যাওয়া সব

চুরমার করে দেওয়া সব, ধ্বংস করে দেওয়া সব,  

ওরা আর ভয় পাবে না, ওরা আর তাকাবে না, ওরা আর উঠবে না জেগে।


এই সবে চলে গেল সে – সে তো ঘূর্ণিঝড়

দেখ কি নিশ্ছুপ চারিপাশ – কি শান্ত -  কি ধ্বংস ।।


০  ----------------------------- ০