বিভাগ : কবিতা শিরোনাম : তুমি কেমন আছোকলমে : নূপুর চক্রবর্তী তাং : ১৬/৭/২০২১~~~~~~~~~~~অনেক দিন তোমাকে দেখি না তুমি কেমন আছো? তুমি বলেছিলে ,"পাথরে রং করতে হয় না! "ওরা কেমন আছে ?পাথুরে দেয়াল আর ঢালু ছাত? তোমার চোখে কি ভয়ে…
বিভাগ : কবিতা
শিরোনাম : তুমি কেমন আছো
কলমে : নূপুর চক্রবর্তী
তাং : ১৬/৭/২০২১
~~~~~~~~~~~
অনেক দিন তোমাকে দেখি না
তুমি কেমন আছো?
তুমি বলেছিলে ,"পাথরে রং করতে হয় না! "
ওরা কেমন আছে ?
পাথুরে দেয়াল আর ঢালু ছাত?
তোমার চোখে কি ভয়ের আভাস?
তুমি যে অভীক,
তবে ভয় কিসের ছিল?
যাই হোক এখন আর আশঙ্কা নেই।
এখন সময় শান্ত ,
শান্ত হিমালয়ের মতো।
এখন আমার মনে পড়ে ফেলে আসা একটি কদমগাছ ।
শিশু চোখের অবাক দেখা
সোনা -রঙ ফুল,
বর্ষার ভরা মাঠ,
আর দুরন্ত দুপুর।
আমি এখন হাঁটছি
ভুট্টা খেতের আল ধরে।
সোনার ফসল আর সোনালি রোদ।
আমি একা, কিন্তু কিছু পারাবত আছে।
তারা আসে শস্য খেয়ে খুশী হোতে।
আছে খিলখিলানো হাসি
নির্মল, নিষ্পাপ মুখের।
আমি ভালবাসি মুখর রাত্রি...
নীরব দিনের গান,
সবুজ হাসি পাথেয়।
আকাশ অনেক কাছে।
কাজ কি আমার পাথর ছুঁয়ে আসার?
এখানে সৈকত, এখানে হিমেল হাওয়া ।
জানা-অজানা কত আসা আর যাওয়া ।
তোমার পাথরের ঘর অনেক দূর এখন।
সেখানে শুধু বদ্ধ আনাগোনা।
জানিও কেমন আছো।
তোমার পাথরের দেয়ালে কি রঙ ধরেছে?
Copyright @Nupur Chakrabarty 15.7.2018
কপিরাইট @নূপুর চক্রবর্তী