Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতি যোগিতা বিষয়- --কবিতাশিরোনাম- -- কৈশর অধ্যায়কে ভালোবাসি  কলমে ---- রত্না পাল  তারিখ- --19*07*2021 _______________🌷_______________
কথারা হারিয়েছে, ফুরিয়েছে বহুকাল যা ছিল প্রতিদিনের অভ্যাসে তা ওস্মৃতিময় আজ সবই মনে…

 


দৈনিক কবিতা প্রতি যোগিতা 

বিষয়- --কবিতা

শিরোনাম- -- কৈশর অধ্যায়কে ভালোবাসি  

কলমে ---- রত্না পাল

  তারিখ- --19*07*2021 

_______________🌷_______________


কথারা হারিয়েছে, ফুরিয়েছে বহুকাল 

যা ছিল প্রতিদিনের অভ্যাসে তা ও

স্মৃতিময় আজ সবই মনের বিন্যাসে । 

কৈশর প্রেমের ধ্বংসাবশেষ চুপকথায় রয়ে গেছে ।

 সেই মনকে মনের জিজ্ঞাসা অনুভবী প্রচ্ছায়ায় --

মনে আছে কি তোমার !!

কোথায় আছ আজ !!! কোন সে অজানায়- -

জানা নেই --না আমি , না আমাকে হয় তো তোমার ।


জীবনের ফেলে আসা কৈশর অধ্যায়কে ভালোবাসি 

মনের প্রশান্তি ছুঁয়ে আজ ও ।

নীরবে মেখে যাই তাই পরিচিত মুহূর্তের স্পর্শ সুখ 

উচ্ছ্বাসে চেয়ে থাকি বিগত সময়ের দিকে 

সময়কে যদি বেঁধে ফেলি কৈশর প্রেমের অবয়বে --

ইচ্ছের ও আজ বড় ইচ্ছে করে মুহূর্তগুলোকে

আরো আরো দীর্ঘায়িত করতে ।


একদিন যা ছিল আমাদের প্রতিদিনের পরিচয়ে 

একই -- পথ ঘাট নদী প্রান্তর প্রাকৃতিক আলাপন 

কত উচ্ছ্বাস হাসিখুশি ভালোলাগার আস্তরণে 

ডুবে থাকা শুধু দুটি মনের ।

ভালোলাগাগুলো একত্রিত হয়ে কখন যে

হয়ে গেছে ভালোবাসায় রূপান্তর 

অবুঝ মনের উপলব্ধিতে ছিল না কোন ভেজা নিঃশ্বাস 

ছিল না কোন বেদনার লবণাক্ত স্বাদ তখন। 


তবুও সময়েরই কাছেই সময় হারিয়ে যায় 

নিয়তির আশ্বাসে দুরত্বকে মেনে নেওয়া শুধু

স্বপ্নহীন বিগত কৈশর প্রেমকে তাই ধরে রাখি আজ

আক্ষরিক কবিতার শব্দ বিন্যাসে । 

_______________@________________