Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ কবিতাশিরোনাম---"""মায়াবী আরশি"""কলমে--জয়া গোস্বামী১৬/০৭/২০২১
প্রশ্ন করে সেদিনে শুধুই অবাক হয়েছি---জবাব তুমি দাওনি সেদিন, কেবল হেসেছি!!
যৌবন থেকে বার্ধক্য তোমায় দেখেই মজ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ কবিতা

শিরোনাম---"""মায়াবী আরশি"""

কলমে--জয়া গোস্বামী

১৬/০৭/২০২১


প্রশ্ন করে সেদিনে শুধুই অবাক হয়েছি---

জবাব তুমি দাওনি সেদিন, কেবল হেসেছি!!


যৌবন থেকে বার্ধক্য তোমায় দেখেই মজেছি

রূপের ঝলক দিনে রাতে তোমায় দেখিয়েছি!!


ভুল করে ভোরেও আমি অনেক এসেছি

ফুল তুলতে যাবার আগে তোমাকে দেখেছি!!


হাওয়াতে সকাল বেলায় সেদিন ভেসেছি

গানের সুরে স্বপ্ন কত সেদিন সাজিয়েছি!!


মিটিমিটি হাসি দিয়ে সেদিন বিদায় দিয়েছি

আপন মনে গোপন ঘরে অনেক কেঁদেছি!!


কুমারী থেকে যৌবনে যখন প্রথম পড়েছি

লজ্জায় রাঙা হয়ে তোমার দিকে চেয়েছি!!


নব বধূর বেশে যেদিন প্রথম নয়ন মেলেছি

কাঁদলে কত সেদিন লুকিয়ে আমি দেখেছি!!


আজও আবার তোমার সামনে হাজির হয়েছি

চিন্তে কেন পারি নাকো নিজেকে ভুলেছি!!


গোধূলির শেষ লগ্নে আজ আবার এসেছি

ভুলেছি নিজের রূপ কখন আজ হারিয়েছি!!


প্রিয়তমা আরশি যৌবনে মাতাল হয়ে অনেক ধরা দিয়েছি

শেষ লগ্নে বাঁশির ডাক সকাল থেকেই শুধুই আজ শুনছি-----