Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

একলা যাপন।সুপ্রীতি দাস।
নেই ঢাল তার,, নেই কোনো তরোয়াল তবুও সে জীবন যুদ্ধের এক সৈনিক.!সংসার সমুদ্রে করছে লড়াই একাকী নির্ভিক.!!জীবন তো নয় যেন এক ছুটন্ত রেলগাড়ি... জীবন ভর চাওয়া পাওয়ার হিসেব মেলে না,,, তবুও দিতে হয় পাড়ি।
ভাললাগার…

 


একলা যাপন।

সুপ্রীতি দাস।


নেই ঢাল তার,, নেই কোনো তরোয়াল 

তবুও সে জীবন যুদ্ধের এক সৈনিক.!

সংসার সমুদ্রে করছে লড়াই একাকী নির্ভিক.!!

জীবন তো নয় যেন এক ছুটন্ত রেলগাড়ি...

 জীবন ভর চাওয়া পাওয়ার হিসেব মেলে না,,, তবুও দিতে হয় পাড়ি।


ভাললাগার মুহূর্তগুলো যেন ছুঁয়ে যাওয়া মাঠ ঘাট

দিগন্ত ব্যাপী ছড়িয়ে আছে,,, সেই চেনা প্রকৃতির পাঠ।

মরচে ধরা অনুভূতিরাও আজ সতেজ সবুজের ছোঁয়ায়!

বৃষ্টির আলিঙ্গনে দিয়েছে ধরা নবীন হয়েছে ভালবাসায়.!!

ওরই মাঝে কোথাও একটু নিবিড় হওয়ার ব্যর্থ প্রয়াস..

নদীর বুকে হারিয়ে গেছে কবেকার সেই স্বপ্নিল ক্যানভাস।


শীতল হাওয়া খেলা করে বুকের পাড় জুড়ে

এক পশলা বৃষ্টি শেষে,, রোদ উঠলে হয় যে আদুরে।

জীবন তরী বাইতে বাইতে মন যখন হয় ক্লান্ত.!

শ্রান্ত মনের ক্লান্তি কাটায় রবি ঠাকুর জীবনানন্দ!!

গোধূলির শেষ আলোটুকুও গিলে নিয়ে অন্ধকার নেমে আসে

পূর্ণিমার চাঁদ একগাল হাসে নদীর খর স্রোতে।#সুপ্রীতি