#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা#বিভাগ_কবিতা #শিরোনাম_অসমাপ্ত_ছবি #লিখনে_বীরেন_আচার্য্য #২৮শে_জুলাই_২০২১
অসমাপ্ত ছবি ---------------সীমা পেরিয়ে তোর আঁচলের নীচে ভালোবাসার আকাশটাকে ছুঁতে চেয়েছিলাম; তোরই বুকে রামধনু এঁকে মেলতে চেয়েছিলামআমার…
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#বিভাগ_কবিতা
#শিরোনাম_অসমাপ্ত_ছবি
#লিখনে_বীরেন_আচার্য্য
#২৮শে_জুলাই_২০২১
অসমাপ্ত ছবি
---------------
সীমা পেরিয়ে তোর আঁচলের নীচে
ভালোবাসার আকাশটাকে ছুঁতে চেয়েছিলাম;
তোরই বুকে রামধনু এঁকে মেলতে চেয়েছিলাম
আমার ভালোবাসার রঙিন সব শব্দগুলোকে;
কিন্তু সামাজিকতার কাঁটা তারের বেড়া
না পারলি তুই পেরোতে, না পারলাম আমি ।
সীমানা পেরিয়ে ধরতে চেয়েছিলাম
শুধু তোরই দুটি হাত বড় আপন করে;
পদ্মদিঘীর ঘাটে সেই লাজুক চাহনি
চঞ্চলা কিশোরীর চকিত চপলা চরণ
কখন যে হৃদয় ছুঁয়ে গিয়েছিল বুঝিনি তা -
আজানের স্বরে মিশেছিল আমার রাধার অভিসার ।
সীমানা পেরিয়ে পারি নি ছড়াতে
আমার সেই বংশীধ্বনি মন কদম্বে বসে ;
তোর হজরথের কাছে দোয়া মেঙেছি কত -
কোরান পুরান কে এক করে আঁকতে চেয়েছি
এক মহামিলনের ছবি - আসলে কাব্য কবিতায়
ঈদের চাঁদ ওঠে তুলসীতলে, মানব মন্দিরে
নেভে বাতি দমকা হাওয়ায়; সীমানা পেরিয়ে
তোর ভালোবাসার নীলাকাশটা ছোঁয়া তো হল'না।
--------------×----------