জানতে হয় প্রদীপ সেন আগরতলা, ২০/০৭/২১
শুধু পাখা মেলে গুঞ্জরণ তুলেফুলে ফুলে ঘুর ঘুর করলেই হবে?সে তো বোলতাও করে। মৌমাছি হও, তবে তো মধুর হদিস পাবে। অমৃত হেঁটে হেঁটে কাছে এসে ধরা দেয় বুঝি? তাকে চিনে নিতে হয়, মন্থন কৌশল জানতে হয়।…
জানতে হয়
প্রদীপ সেন
আগরতলা, ২০/০৭/২১
শুধু পাখা মেলে গুঞ্জরণ তুলে
ফুলে ফুলে ঘুর ঘুর করলেই হবে?
সে তো বোলতাও করে।
মৌমাছি হও, তবে তো মধুর হদিস পাবে।
অমৃত হেঁটে হেঁটে কাছে এসে ধরা দেয় বুঝি?
তাকে চিনে নিতে হয়,
মন্থন কৌশল জানতে হয়।
অজ্ঞতার মোড়কে ঢেকে আছি
কত রত্নকে পায়ে মেড়ে চলে যাই
সন্ধিৎসু না হও যদি হীরে কীগো পাবে খুঁজে?
কতজন কাচ ভেবে হীরেকে হেলা করে ছুঁড়ে ফেলে
আসলে সেই চোখ চাই
জহুরি না হও যদি রতন চিনবে কীকরে?
তাই বলছিলাম অন্ধের হাতি দেখা নয়
রতন হতেই হবে, রতনে রতন চিনে।
বহিরঙ্গ দেখে যদি মানুষ চিনতে যাই
ধোকা তো খেতেই পারি
অর্ধনগ্ন ফকিরকে কী কেউ মাথায় তুলতো বলো?
বহিরঙ্গে চাকচিক্য ছিল না কিছুই তাঁর
তবুও সে জাতি-পিতা গুণের কারণে।
তাই মেছো-মাছি ভন ভন ছাড়ো দেখি ভাই
ছাই হোক ঘেঁটে ঘেঁটে দ্যাখো তা-ই,
পেলেওতো পেতে পারো অমূল্য রতন।