কাব্য তোলা থাক / অঞ্জন ভট্টাচার্য
এখন বড়ই দুঃসময় আজকে কোনও কাব্য নয়কাব্য তোলা থাক,এখন বরং ঘর ছেড়ে এসো হাঁটি পথ হাত ধরে পৃথিবী লজ্জা পাক।এখন ধান্দাবাজের দলখেলছে খেলা করছে ছলপাকাচ্ছে যে ঘোট,এখন খিদেয় জ্বলছে পেটশ্রমিক কৃষক ফকির শেঠস…
কাব্য তোলা থাক / অঞ্জন ভট্টাচার্য
এখন বড়ই দুঃসময়
আজকে কোনও কাব্য নয়
কাব্য তোলা থাক,
এখন বরং ঘর ছেড়ে
এসো হাঁটি পথ হাত ধরে
পৃথিবী লজ্জা পাক।
এখন ধান্দাবাজের দল
খেলছে খেলা করছে ছল
পাকাচ্ছে যে ঘোট,
এখন খিদেয় জ্বলছে পেট
শ্রমিক কৃষক ফকির শেঠ
সবাই বাধি জোট।
এখন আমাদের সম্মুখে
আসলে বাঁধা দেব রুখে
আর করি না ভয়,
এখন তুমি আমিতো নই
শত্রু বিশেষ বন্ধু বৈ
সমষ্টির হোক জয়।
এখন যে রাত মিশকালো
তোমার চোখে দীপ জ্বালো
আঁধার ঘুচে যাক,
এখন বড়ই দুঃসময়
আমার জন্য কাব্য নয়
কাব্য তোলা থাক।
০৩.০৪.২০২০