Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

. বিভাগঃ কবিতা                 শিরোনামঃ “থমকে গেছে”           কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট                তারিখঃ ১৪/০৭/২০২১ খ্রিঃ °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°   আত্মরক্ষার বলয় বি…

 


. বিভাগঃ কবিতা 

                শিরোনামঃ “থমকে গেছে” 

          কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট  

              তারিখঃ ১৪/০৭/২০২১ খ্রিঃ 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

   আত্মরক্ষার বলয় বিচ্ছিন্ন আজ আনন্দ নেই মনে 

   দীর্ঘশ্বাসের তলায় উচ্ছন্ন কাজ নিবন্ধ লিখি ক্ষণে।

   এই জনমের সব স্বপ্নময় আশা আড়ালে পড়ে রয় 

   কবে হারাবে মেঘ, হাসবে সূর্য ! পালাবে সকল ভয়। 


   রংধনুর রঙে কেউ তাকায় না জীবনের রং মোছে 

   বাঁচার আশা দুরাশা যেন আকাঙ্ক্ষার তৃষ্ণা ঘোচে। 

   অভাবের তাড়না ক্ষুধা বাড়ায় যদি না ভাগ্যে রোচে

   আলোক বর্তিকার স্রোত ধারা সুযোগ হলেই খোঁচে। 


   কালো মেঘে ঢাকা সারা দুনিয়া থমকে গেছে চাকা 

   মৃত্যুর পরোয়ানা তাড়িয়ে ফেরে সকল রাস্তা ফাঁকা। 

   বিষাদিত চিত্ত আর্তনাদ করে শোষক শ্রেণি পাক্কা 

   কেউ সুরক্ষিত নই,দুর্বল ভিত্তি; চিন্তার ভারে বাঁকা। 


কেউই ভালো নেই, ভাবি বসে যেই, কান্না চলে আসে 

যবে বলে ধেই,আমি সেখানে নেই,অবজ্ঞা চোখে ভাসে। 

বিমর্ষ হই সেই, হারিয়ে ফেলি খেই, অদৃশ্যে কারা হাসে 

পরক্ষণে যে নেই ! দু'মুঠো মুখে দেই, অন্তর চক্ষু লাশে।


আচমকা এক ভয় এই মন কেমনে সয় থমকে গেছে সব 

একাকী আর নয় হবে কি দুনিয়া লয়!পার করো হে রব। 


#সর্ব_স্বত্ত্ব_সংরক্ষিত #ডাঃ_গোলাম_রহমান_ব্রাইট 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°