দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনামঃ "মরিচীকা"✍️ স্বপন কুমার সরকার। (২৬.০৭.২০২১)উহ্য থাকে বকুলের প্রত্যাশা,নির্যাসটুকু দিয়েওছুটি নেই মরণে,বিলায় গন্ধ শুধু তার।
স্বপ্নের মিনারে দাঁড়িয়ে খুঁজি যে মানচিত্র সে তোআগাছায…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনামঃ "মরিচীকা"
✍️ স্বপন কুমার সরকার।
(২৬.০৭.২০২১)
উহ্য থাকে বকুলের প্রত্যাশা,নির্যাসটুকু দিয়েও
ছুটি নেই মরণে,বিলায় গন্ধ শুধু তার।
স্বপ্নের মিনারে দাঁড়িয়ে খুঁজি যে মানচিত্র সে তো
আগাছায় ঢাকা!পথের দিশা কেউ বলে না।
কাঁকড় মেশানো ভালোবাসা হাতছানি দেয় বার বার
শুধু অন্তরে নাই ঠাঁই।মেকী হাসি হা করে খায়
হৃদয়ের নোনা জল, ঠিক যেন অ্যামাজনের কালো
ধোঁয়া- মেঘ করে আছে মনের আকাশে।
সামর্থের তিন নম্বর হাতে অসমর্থ চুপ থাকা তৈরী
করে বিস্তৃত ফাঁক।
জাগয়া যখন হলই না সোনার তরীতে;মাঝির কি
দোষ বলো ? উহ্য থাক মনের সংরক্ষণ শালা। তোমার আনন্দে মৌন থাক আমার ভালোবাসা
আমি অলক্ষ্যে গাইবো তোমার জয়গান।
কেন এমন হয় বলতে পারবে?
শরীরের শেষ শক্তি দিয়ে যার জন্য তুমি লড়তে রাজি;শ্রদ্ধার শীর্ষ আসনে তুমি যাকে প্রতিষ্ঠা দাও;
পূজা আর ভালোবাসার যেখানে বিভেদ থাকে না-
সেখান থেকে ভেসে আসা অবজ্ঞার স্রোত কেন
ভাসিয়ে নিয়ে যায় তোমার সত্তা!
যাপনের খেলাঘরে টুকিটাকি ব্যতিক্রম আর
উদাস উদ্দীপনা শিহরণ জাগায় মনে;তাই চোরাবালিতে হারিয়ে যেতে চাই না আর; কিছু কথা
উহ্য থাক!উহ্য থাক ক্ষত চিহ্নের দাগ মরা নদীর
মতো।