রুদ্ধদ্বারবুদ্ধদেব সামন্ত 04/07/2021শতাব্দীর অগ্রগতির পথে দাঁড়িয়েছাব্বিশ বছরের এক যুবক, শতাব্দীর সহিত সমান্তরাল পথ চলতে চলতে প্রশ্ন করে-আর কত পথ হাঁটতে হবে? শতাব্দি হাসিমুখে উত্তর দেয়- তোমার গন্তব্যস্থলে যেতে যতদূর বাকি! …
রুদ্ধদ্বার
বুদ্ধদেব সামন্ত
04/07/2021
শতাব্দীর অগ্রগতির পথে দাঁড়িয়ে
ছাব্বিশ বছরের এক যুবক,
শতাব্দীর সহিত সমান্তরাল পথ
চলতে চলতে প্রশ্ন করে-
আর কত পথ হাঁটতে হবে?
শতাব্দি হাসিমুখে উত্তর দেয়-
তোমার গন্তব্যস্থলে যেতে যতদূর বাকি!
যুবক বলে-
আমার গন্তব্য স্থল সম্পর্কে
আমি অজ্ঞ!
শতাব্দি নিরক্ষরের তকমা লাগায়!
ক্লান্ত শরীরে পথ হাঁটতে হাঁটতে-
যুবক পিছিয়ে পড়ে
অস্তগামী সূর্যের মতো!
নতুন প্রভাতের অঙ্গীকার নিয়ে,
যুবক কে পিছনে ফেলে-
শতাব্দি এগিয়ে যায় অনেক দূর!
যুবকের ইচ্ছে-
ইন্দোনেশিয়ার প্রবাল দ্বীপ,
আর আফ্রিকার ঘন বনানীর,
সৌন্দর্য্যে মাতোয়ারা হতে।
যুবকের ইচ্ছে-
একদিন সে গড়ে তুলবে
আশ্রয়হীনদের বাসস্থান।
মুখে তুলে দেবে প্রয়োজনীয় খাবার।
অনাথ শিশুদের অভিভাবক হবে সে।
শতাব্দি তাকে কবে সুযোগ দেবে!
ভবিষ্যতের ভারত,
আর ভবিষ্যতের শতাব্দি,
কি একই স্বপ্ন দেখে!
আলো-আঁধারির পথ চলতে চলতে-
যুবক ছাব্বিশটি বসন্তের দিকে
তাকিয়ে দেখে-
কখনো সেআকাশে ঘন কালো মেঘ!
কখনো বা রৌদ্রোজ্জ্বল দিন!
বিবেকানন্দের 'অমর ভারত'এর
পাতা ওল্টাতে ওল্টাতে যুবক ভাবে-
তাকে ভাঙতেই হবে শতাব্দীর রুদ্ধদ্বার।।