Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ_কবিতা#শিরোনাম_শবযাত্রা #লিখনে_বীরেন_আচার্য্য #৫ই_জুলাই_২০২১
শবযাত্রা --------------ভোগের তপোবনে বাল্মীকি সুখ,কাঁদে সরযূ কাঁদে মিথ‍্যার অঞ্জলিতে ; অন্তর প্রচ্ছদে আঁকা নগ্নতার ছবি সতীত্বের লাঞ্ছনায় বসুধা বধির , হয় না  নারীত্ব…

 


#বিভাগ_কবিতা

#শিরোনাম_শবযাত্রা 

#লিখনে_বীরেন_আচার্য্য 

#৫ই_জুলাই_২০২১


শবযাত্রা 

--------------

ভোগের তপোবনে বাল্মীকি সুখ,

কাঁদে সরযূ কাঁদে মিথ‍্যার অঞ্জলিতে ; 

অন্তর প্রচ্ছদে আঁকা নগ্নতার ছবি 

সতীত্বের লাঞ্ছনায় বসুধা বধির , হয় না  

নারীত্বের পাতাল প্রবেশ,হাসে একবিংশের সূর্য । 

অন‍্যায়ের তাজমহলে কাঁদে প্রেম , 

ধর্মের মাথায় সারমেয়'র ঠ‍্যাং ; সাবাস!

সাবাস ব‍্যাটা ! জিও - রাজনৈতিক শ্লোগান । 

চাঁদের বাসর শয‍্যায় 

শান্ত পায়ে হেঁটে যায় দখিনা বাতাস ; 

গল্পের বুক চিরে বেরোয় বদরক্ত - 

আধুনিক বিড়ির ছন্দহীন ধোঁয়ায় 

শ্বাসকষ্ট আমার কবিতার ।

অনাদায়ী ভোগের বাসনায় আদায়ী গর্ভ ; 

ক্ষান্তবুড়ির চিৎকার - 

ও লো বাতাসী ! আবার মা ' হলি ? 

সভ‍্যতা এগিয়ে যায়- মানবতা দেয় হাততালি ;

সততার কান্না , দায়িত্বহীনতার খই রাস্তায় ; 

অসভ‍্যতার চিৎকার - বলো হরি - হরিবোল , 

ধীরে ধীরে চলে যায় বিবেকের শব ।