।।মনের সব ভ্রান্তি যাক ছুটে।। -- স্বপন সমাদ্দার
অন্যায়কে অন্যায় না ব'লে --বাঁচার দাবি রোজ দু'পায়ে দ'লে,আমরা হেঁটে আত্মঘাতী পথ...খুঁজে বেড়াই সুখী ভবিষ্যৎ!
আমরা যাকে ভাবি পরিত্রাতা--নির্বিচারে ছেঁটে সবার মাথা...ক…
।।মনের সব ভ্রান্তি যাক ছুটে।।
-- স্বপন সমাদ্দার
অন্যায়কে অন্যায় না ব'লে --
বাঁচার দাবি রোজ দু'পায়ে দ'লে,
আমরা হেঁটে আত্মঘাতী পথ...
খুঁজে বেড়াই সুখী ভবিষ্যৎ!
আমরা যাকে ভাবি পরিত্রাতা--
নির্বিচারে ছেঁটে সবার মাথা...
ক'রে তুলছে বাহারী বনসাই!
তবু আমরা তাদেরই গুণ গাই!
যে আমাদের সর্বস্বান্ত ক'রে,
সুকৌশলে মনেপ্রাণে মেরে,
ছুঁড়ে দিচ্ছে দু'মুঠো খুদকুঁড়া...
আমরা তাকে করি মাথার চূড়া!
যে বিষ ঢালে তোমার নিঃশ্বাসে...
ভালবাসছ তাকে কী বিশ্বাসে?
প্রাণটুকুতো করছে ধুকপুক...
সেটাও কেড়ে নেবে সে বুজরুক!
ঠিকমত কি দাঁড়াতে পারি কেউ?
শিরদাঁড়ায় খেলছে যেন ঢেউ!
ধুলোয় তাকে মিশিয়ে দিয়ে রোজ...
আমরা করি সুখী ভোরের খোঁজ!
সুখের ভোরে পৌঁছে রাতারাতি,
দুঃখ ভুলে আত্মঘাতী জাতি--
অসীম সুখে ভেসে থাকার মোহে...
আমরা জেগে উঠি না বিদ্রোহে!
পাগলও নাকি নিজের ভাল বোঝে!
আমরা ছুটি কোন সুখের খোঁজে?
যে সুখ মহাব্যাধি, মারনরোগ...
তাকে বুঝতে আমরা অপারগ?
নিজের সুখে নিজে আগুন জ্বেলে,
আমরা যাকে দিয়েছি প্রাণ ঢেলে,
যতই তাকে ভাবি নির্ভেজাল,
সে তো ভণ্ড,মিথ্যাবাদী,জাল!
হারিয়ে ফেলে বিচার, বিবেচনা
চকচকে যা,তাকেই ভেবে সোনা,
অমৃতের পাত্রে বিষ গিলে--
নিজেকে শেষ করছি তিলে তিলে!
অনেক হ'ল,আর না বিষপান!
গেয়েছি তার অনেক জয়গান।
মনের সব ভ্রান্তি যাক ছুটে...
এবার যেন দাঁড়াতে পারি উঠে!