কবিতার জন্ম!কলমে-তনুশ্রী দে(চুমকি)তাং-01/07/21
মেঘমুক্ত আকাশ,কেটে গেছে নিকষ অন্ধকার, অস্তাগামী রবি নিয়েছে উদিয়মান রবির আকার।
তুমি প্রজাপতির ডানায় রোদ্দুর মেখে ঘুরে বেড়াও,আমি হাজার ফুলের মধ্যে থেকে বলবো একটু দাঁড়াও !
জানি তুমি ত…
কবিতার জন্ম!
কলমে-তনুশ্রী দে(চুমকি)
তাং-01/07/21
মেঘমুক্ত আকাশ,কেটে গেছে নিকষ অন্ধকার,
অস্তাগামী রবি নিয়েছে উদিয়মান রবির আকার।
তুমি প্রজাপতির ডানায় রোদ্দুর মেখে ঘুরে বেড়াও,
আমি হাজার ফুলের মধ্যে থেকে বলবো একটু দাঁড়াও !
জানি তুমি তবু চলে যাবে হয়তো স্বভাবের দোষে,
আমি তোমার ছোঁয়ার ফুলগুলির সব অঙ্ক যাবো কষে!
আবার দিনের শেষে যখন নামবে অন্ধকার ক্লান্তি আসবে চোখে,
অন্য জগতে দেব পাড়ি হৃদয়ে তোমায় রেখে!
তবু তুমি পারবে না জানতে, বলবে সে তো এ নয়!,
আমি এতটাই বাসবো ভালো যতটা একটা কবিতার জন্ম হয়!
কবিতার পাতায় সাজাবো তোমায় ছন্দ দিয়ে কিনবো!
মনের যত আবেগগুলি হৃদয়ে বন্ধ রাখবো!