দৈনিক সেরা সম্মাননাবিভাগ-- কবিতাশিরোনাম-- সেরা উপহারকলমে-- সুমনা মণ্ডলতারিখ--১/০৭/২০২১----------------------------------------প্রতারিত মননের সুতীব্র হুঙ্কার, সহস্র অব্যক্ততা করে পরিহার ।দঙ্গলে খোয়ানো একমুঠো অবকাশ, বিরামহীন যাতনা…
দৈনিক সেরা সম্মাননা
বিভাগ-- কবিতা
শিরোনাম-- সেরা উপহার
কলমে-- সুমনা মণ্ডল
তারিখ--১/০৭/২০২১
----------------------------------------
প্রতারিত মননের সুতীব্র হুঙ্কার,
সহস্র অব্যক্ততা করে পরিহার ।
দঙ্গলে খোয়ানো একমুঠো অবকাশ,
বিরামহীন যাতনার সক্রিয় পূর্বাভাস ।
অবস্থানের দূরত্ত্বে গুরুত্ত্ব ভ্রষ্ট,
অযাচিত আক্ষেপে মুহূর্তেরা নষ্ট ।
বুভুক্ষু হৃদয় তবু নিরুত্তর, নিরুত্তাপ,
অপাপবিদ্ধ মননে বাজে গঞ্জনার অনুতাপ ।
ঝলসানো কলিজার কেবলি অনুসঙ্গ,
অজ্ঞাত ছিলো তার মনুষ্য রঙ্গ।
প্রবঁচিত তাই মন, বারবার অনিবার,
সরলতা বিনিময়ে এ যে মনুষ্য উপহার।।