দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতাঃ উল্টোপুরাণকলমেঃ শর্মিলা রায় তারিখঃ ৯/৭/২০২১
দেখি তুমি অঝোরে কাঁদো ভীষণ সুখে,মুখে তোমার মধুর হাসি গভীর দুখে।দ্বিপ্রহরে ঘুমিয়ে থাকো রোদের কোলে,আখিঁ তোমার নিদ্রাহারা রাত্রি হলে।চাওনা তুমি বয়ে যেতে নদী…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতাঃ উল্টোপুরাণ
কলমেঃ শর্মিলা রায়
তারিখঃ ৯/৭/২০২১
দেখি তুমি অঝোরে কাঁদো ভীষণ সুখে,
মুখে তোমার মধুর হাসি গভীর দুখে।
দ্বিপ্রহরে ঘুমিয়ে থাকো রোদের কোলে,
আখিঁ তোমার নিদ্রাহারা রাত্রি হলে।
চাওনা তুমি বয়ে যেতে নদীর মতো
চাও,স্থির জলাশয়, আবর্জনা জমুক যতো।
বন্ধু হতে শত যোজন দূরে থাকো,
শত্রু পেলে বুকের ঘরে আগলে রাখো।
পেয়ে হারানো সব কিছুকে তোমার খেলা,
না পাওয়াকে পাওয়ার আশায় কাটাও বেলা।
শান্তি ছেড়ে এগিয়ে চলো যুদ্ধ পথে,
জীবন তোমার গড়িয়ে চলে উল্টো রথে।
জানিনা এ কেমন তোমার উল্টো- পুরাণ
আসল ছেড়ে নকল সোনার করো সন্ধান।