।। আবার নুরুল মারুক।। জহরুল আমিন মোল্লা ০৯-০৭-২০২১ষাটের দশক আবার আসুক ফিরে!ভাবছি আবারআবার দাঁড়াবো ঘুরে,পিছু হটা নয়থার্ড ডিগ্রির ভয়েওরা আছে, এখনও আছেকলেজ ক্যাম্পাসেচায়ের পেয়ালা হাতে কফি হাউসে,ক্যারিয়ার নিয়ে একটু…
।। আবার নুরুল মারুক।।
জহরুল আমিন মোল্লা
০৯-০৭-২০২১
ষাটের দশক আবার আসুক ফিরে!
ভাবছি আবার
আবার দাঁড়াবো ঘুরে,
পিছু হটা নয়
থার্ড ডিগ্রির ভয়ে
ওরা আছে, এখনও আছে
কলেজ ক্যাম্পাসে
চায়ের পেয়ালা হাতে কফি হাউসে,
ক্যারিয়ার নিয়ে একটুও ভাবীত নই
চাকরি কোথায়, কোথায় চাকরি, কই?
ষাটের দশক আবার আসুক ফিরে!
ভাবছি আবার
আবার দাঁড়াবো ঘুরে
দু' একটা ট্রাম না হয় আবারও পুড়ুক
হিংসা পুলিশ কুত্তার দল---আবার নুরুল মারুক,
রক্ত ঝরুক, অঝরে রক্ত ঝরুক।
সোনার ফসল, প্রাণের ফসল
লুঠ হবে ফের জেনো!
মাফিয়ারা আজ সমবায় গড়ে
শুয়ে থাকে সব টাকার পাহাড়ে কেন?
নূতন করে 'বাস্তু ঘুঘুরা'
আবার বেঁধেছে বাসা
জোট বাঁধো, ফের তৈরি হও'
শ্রমিক কৃষক চাষা।
ষাটের দশক আবার আসুক ফিরে!
ভাবছি আবার
আবার দাঁড়াবো ঘুরে,
ক্যাডার ছিল, মহাজন' আজ
সুদ ঘুষ নেয় ওরা
সাধু অথচ চোরা।
ওদের কি আর ক্ষমা করা যায়
রাখা যায় এই গ্রামে
বস্তুবাদীই নামে।
মসজিদে সব নামাজ পড়ে
মন্দিরে দেয় পুজো
মার্কসবাদে পন্ডিত সব
কেমন বস্তুবাদী বুঝো!
বুর্জোয়ারা স্বেচ্ছায় নাকি
অধিকার ছেড়ে দেবে
সংশোধনের ঝান্ডা উড়িয়ে
ওরা অধিকার কেড়ে নেবে,
রে পথভ্রষ্ট মূর্খ গর্বাচভের দল
অধিকার কি হাতের মোয়া
ঠান্ডা মিষ্টি গোলাপ জল?
ঠিকানা--
কোলিয়া
নবগ্ৰাম- সিকিপুর
উলুবেড়িয়া
হাওড়া
৭১১৩১৫