Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ভর্তা যিনি , কর্তা তিনি
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
আলোরাজ , কালো আজ , মেঘেমেঘে ঢাকা,বৃষ্টিধারী , দৃষ্টিহারী , ঝঞ্জারূপ আঁকা ।ভাঙ্গাঘর , ডাঙ্গাপর ,কবিলায় ঘরে,অনুরাগে , তনুবাগে , আনি সমাদরে।হাসিহাসি , রাশিরাশি ,  ভালোবাসা তার,চিতোচোরা ,…

 


ভর্তা যিনি , কর্তা তিনি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আলোরাজ , কালো আজ , মেঘেমেঘে ঢাকা,

বৃষ্টিধারী , দৃষ্টিহারী , ঝঞ্জারূপ আঁকা ।

ভাঙ্গাঘর , ডাঙ্গাপর ,কবিলায় ঘরে,

অনুরাগে , তনুবাগে , আনি সমাদরে।

হাসিহাসি , রাশিরাশি ,  ভালোবাসা তার,

চিতোচোরা , নিতোপোরা , গুন অলঙ্কার

অন্ধকারে ,  বন্ধদ্বারে , বধূ দীপাকাশ,

নাই ঘোর , পাই ভোর , ঠিক রেনে-সাঁস।

ঝড় জাগে , বড় রাগে , ঘর ভেঙ্গে যায়,

যমরাজ , শমবাজ , রাগে রাগে চায়।

রাগে রেগে  , আগে বেগে , প্রাণটাকে ধরে,

শ্বাসহীন , নাশবীণ ; বেজে উঠে ঘরে।

শিলা বৃষ্টি , টিলা সৃষ্টি , করে বারবার,

কম নয় , যম ভয় ,  আরো অন্ধকার।

ভর্তা যিনি , কর্তা তিনি , মনেপ্রাণে মানি,

প্রাণধাতা , ত্রাণদাতা , তারে শুধু জানি।

আলোপারা ,কালোধারা , সব দেয়-সেই,

সিক্ত চোখে , রিক্ত রোখে , প্রেমবিচি দেই।

রবি আলো , কবি ঢালো , দিপ্ত হোক পুর,

প্রিয়বান, ম্রিয়মান , ভাব করো দূর।

সব ভুলে  রব তুলে, তব নাম লবো,

অনুরাগে , তনুবাগে , প্রিয় হয়ে রবো।

শেষবেলা , খেশ খেলা ,  সাঙ্গ হলে পরে  ,

ঘোররাতে , জোর মাতে, নিয় নিজ ঘরে ।