Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

Voice 001***যদি  নীরা হতে *** সুধাংশু বিকাশ সাহা 
ভালোবাসা বাঁচাতে  হাজারো চেষ্টা করেছে  সুপর্ণ  কিন্তু বারবার গোলক ধাঁধায় হারিয়েছে!
তাই আজ----কলম কালি হাতে  ঘোর নিশীথে  !খসখস করে লিখে ফেলে দু চার লাইন!
হাওয়ায় উড়িয়ে দিয়ে বলে--যা চিঠ…

 


Voice 001

***যদি  নীরা হতে ***

 সুধাংশু বিকাশ সাহা 


ভালোবাসা বাঁচাতে  হাজারো চেষ্টা করেছে  সুপর্ণ  কিন্তু বারবার গোলক ধাঁধায় হারিয়েছে!


তাই আজ----

কলম কালি হাতে  ঘোর নিশীথে  !

খসখস করে লিখে ফেলে দু চার লাইন!


হাওয়ায় উড়িয়ে দিয়ে বলে--

যা চিঠি  যা উড়ে--বল তাঁকে গিয়ে  --


হাজার দুয়ারিতে হারিয়েছো তুমি-- খুঁজে ফিরেছি বারবার!!

রাগ অভিমান ক্ষোভ আমারও আছে--করেছো কি ক্ষমা একবার?

ভালোবাসা পারে -- সব ক্ষত মুছে দিতে  --যদি ভালোবাসো আর  ভালোবাসি !


উপন্যাসে হবেনাতো ঠাঁই  কোন যুগে   -  

কলঙ্কে যারা পারেনি  ফোটাতে  --

  অশ্রু  সিক্ত ভালবাসার রক্ত কমল !


তুমি তো  হলেনা  নীরা  - অথবা অন্য কোন  নামে!


সুধাংশু বিকাশ সাহা 

(স্বত্ব সম্পূর্ণভাবে সংরক্ষিত)