Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক  কবিতা  প্রতিযোগিতা শিরোনাম -  ভোরের আলোকলমে - মঞ্জুলা বরতারিখ-09.07.2021
ভোরের আলো উঁকি দিয়ে বলল মিষ্টি  হেসেখোকা খুকু উঠে পড়ো রাত পোয়ালো শেষেমধুর আলো পাখির গানে মিষ্টি  পরশ ঢালেখুশি জাগে সবার প্রাণে চুমুক দিয়ে গালে।
আলো ছোঁ…

 


দৈনিক  কবিতা  প্রতিযোগিতা 

শিরোনাম -  ভোরের আলো

কলমে - মঞ্জুলা বর

তারিখ-09.07.2021


ভোরের আলো উঁকি দিয়ে বলল মিষ্টি  হেসে

খোকা খুকু উঠে পড়ো রাত পোয়ালো শেষে

মধুর আলো পাখির গানে মিষ্টি  পরশ ঢালে

খুশি জাগে সবার প্রাণে চুমুক দিয়ে গালে।


আলো ছোঁয়া গায়ে নিয়েফোটে ফুলের কলি

ফুলের গন্ধে ছুটে গিয়ে হাসে যতো অলি

ভোরে আলো নদীর জলে খিলখিলিয়ে হাসে

মিষ্টি মধুর পরশ ঢেলে ঘাসের ডগায় ভাসে ।


বাতাস তখন মুচকি সুরে বয়ে আলো ঘেঁষে  

সবুজপাতা কিশোর আলোয় সাজে নতুন বেশে,

বধূরা সব প্রভাত আলোয় বাসন মাঁজে ঘাটে

ভোরে আলোয় চাষী ভায়া মাটি চষে মাঠে।


ভোরের আলো  উঠোন ধরে লুটোপুটি খেলে

নীরব সুরে বাতাস ভরে আঁখির পাতা মেলে,  

ভোরের আলো ঊষা বেলায় ভোরাই গানে  নাচে

গাছগাছালি ধরার মাঝে  মধুর আলোয়  বাঁচে।


রাতের শেষে ভোরের আলো নতুন প্রভাত আনে

ভোরের আলোয় থাকবে ভালো হাসবে মধুর গানে,

নতুন প্রভাত ভোরের বেলা জাগে নতুন  সুরে

খুশি হয়ে করে খেলা ভোরের আলো পুরে।।