Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #শিরোনাম_ছাবিলি#কলমে_বিশ্বজিৎ_পোদ্দার #তারিখ_৯_৭_২১
চোখে ভাসে নববধূর রাজগৃহে পদার্পন,উৎসবে ঝাঁসী।বাধ্য অভিযানে পেশোয়া-র ছাবিলি চলে যে নতুন বেশে,লাজুক নয়নে তাম্বেকন্যা গঙ্গাধরের হস্তে নিবেদন নারীত্ব।প্রদীপে…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা 

#শিরোনাম_ছাবিলি

#কলমে_বিশ্বজিৎ_পোদ্দার 

#তারিখ_৯_৭_২১


চোখে ভাসে নববধূর রাজগৃহে পদার্পন,উৎসবে ঝাঁসী।

বাধ্য অভিযানে পেশোয়া-র ছাবিলি চলে যে নতুন বেশে,

লাজুক নয়নে তাম্বেকন্যা গঙ্গাধরের হস্তে নিবেদন নারীত্ব।

প্রদীপে আলোকিত দুর্গে পদচালনা,সজ্জিত রাজরমণী,

প্রাসাদ অন্তরে কুসুমকাননে,মধ্য ভারতে নয়া ইতিহাস।


ডালহৌসির কূটনীতি মাঝে,শিখরে ব্রিটিশের রাজত্ব,

স্বত্ববিলোপে বৃদ্ধাঙ্গুষ্ঠ,মাতৃস্নেহে কোলে দামোদর।

ধারণে নয়,পালনে মাতা; রাজদরবারে মণিকর্ণিকা।

শোকে বহমান ঝাঁসী,গঙ্গাধর রাওয়ের মহাপ্রয়ান,

বিধবা বেশে রাজত্বে আসীন,দীর্ঘ লড়াইয়ে রাজরাণী।


ঝাঁসীর রাণীর নেতৃত্বে ঝাঁসী, অসম এক সংগ্রাম,

ব্রিটিশ হাতে লুন্ঠন নয়,রাজ আদেশে প্রজার স্বরাজ।

ফিরিঙ্গি আক্রমণ,কম্পিত প্রাচীর,সংকট মাঝে রাজ্য,

অবরুদ্ধ শহর, দামোদর পিঠে বীরাঙ্গনা নয়া যাত্রায়।

জ্বলন্ত দরবার,রক্তমাখা পথ,ব্রিটিশ করে সব ধ্বংস।


গোয়ালিয়রের প্রাঙ্গণে নানাসাহেব,রণসজ্জায় ছাবিলি,

ভ্রাতা তাঁতিয়া মহাসমরে,আজ শেষ যুদ্ধের তরে ।

শানিত তরবারি দেয় শহীদের ডাক,ইতিহাসে অমরতা,

দীর্ঘমেয়াদী রণে রক্তাক্ত,নির্গত অশ্রুসজল প্রাণবায়ু।

মারাঠা রক্ত ঋণশোধে লক্ষ্মীবাঈ,বিধাতা কাঁদে ফুলবাগে।