বাউন্ডুলে জীবনগৌতম সোম06/07/2021
হাত বাড়িয়ে দেখি তুমি যে অনেক দূরে আজ বর্ষার মেঘে ঢাকা না জ্বলা তারা, কেমনে খুঁজিব তোমায় কেমনে পাইবো তোমায় আমি যে দিকভ্রষ্ট আর বড্ড দিশে…
বাউন্ডুলে জীবন
গৌতম সোম
06/07/2021
হাত বাড়িয়ে দেখি তুমি যে অনেক দূরে
আজ বর্ষার মেঘে ঢাকা না জ্বলা তারা,
কেমনে খুঁজিব তোমায় কেমনে পাইবো তোমায়
আমি যে দিকভ্রষ্ট আর বড্ড দিশেহারা,
তুমি যে কখনও নীল কখনও সাদা
কখনও অনুভবের মধুর গোধুলি,
রয়েছ যে আমার স্বপ্নের আঙিনায়
দুর হতে অনেক দূরে শারদীয়া গন্ধে ভরা শরতের শিউলি, পূর্ণিমা রাতের চাঁদের আলোয় চেয়ে থাকি আমি
তোমার ওই কলঙ্কজয়ী নিষ্পাপ আঁখি পানে,
হাত বাড়ালেই বা কি হবে দূরত্ব টা যে বহুদূর
তোমার আমার ভেবে রাখা হৃদয়ের মাঝখানে,
মনের মেঘের কালো ছটায় নীরবেই থাকো
তুমি সুখ ভরা আদরের স্বপ্ন ভরা সাগরে ,
এই বাউন্ডুলে জীবনের হদিস করো না,
কখনই খুঁজো না আমায় চেনা সেই দখিনা সমীরে ll
***Shome@advo***