Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ- কবিতা শিরোনামঃ- বিদীর্ণ মরিচীকাকলমেঃ- তাপস কুমার বরতারিখঃ- 06.07.2021°°°°°°°°    °°°°°  °°°°°°°°°
আমার ভাবনার অন্দরমহলে...কেন তুমি এসেছো মরুভূমির বিদীর্ণ তৃষ্ণা নিয়ে।শুধু তোমার শূন্যতায়  আমি মরুভূম…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগঃ- কবিতা 

শিরোনামঃ- বিদীর্ণ মরিচীকা

কলমেঃ- তাপস কুমার বর

তারিখঃ- 06.07.2021

°°°°°°°°    °°°°°  °°°°°°°°°


আমার ভাবনার অন্দরমহলে...

কেন তুমি এসেছো মরুভূমির বিদীর্ণ তৃষ্ণা নিয়ে।

শুধু তোমার শূন্যতায়  আমি মরুভূমির মরিচীকা....

আজও সেই অন্ধের ভবিষ্যতে দাঁড়িয়ে আছি।

আমি অর্থ-প্রাচুর্যের রাজপ্রাসাদ নয়,

শুধু একটা সহায়হীন ভিখারি।

আজও তোমার রাজপ্রাসাদের অন্ধকারে...

কত স্বপ্নগুলো আঁকিবুকি হয়ে যন্ত্রণা দিচ্ছে।

আমার রাজত্বের তো কোন মূল্য নেই...

ওই ফুটপাতের যন্ত্রণায় ফুটে ওঠা ভাতের হাঁড়ির স্বপ্নে বাঁচে।

তোমার স্বপ্নে কত রোমিও, দেববাস হয়তো শাহজাহান আছে,

আমার মূল্য আমাকে চাঁদকলঙ্কের শূন্যতা দিয়েছে।

তোমার রাজত্বে কত মনি-মুক্তা-স্বর্ণ দিয়ে ঘেরা....

আমি যে ওই শেষ বেঞ্চে বসা একটা মূল্যহীনা পরশপাথর।

আজও সেই প্রশ্নবাণে আমি জ্বর-জ্বরিত....

উন্মত্ত বোবা শালিকের মতো আজও সেই  ইতিহাস গুনছি।

সেদিন তুমি বুঝবে কি...?

ওই বিবেকের কোলজে ছেঁড়া একটা যন্ত্রণার আঘাত!

কত দূরত্বের মাঝে শূন্যতায় বুক বেঁধেছি...

আমার পরিচয় তোমার কাছে আজও সেই সহায়হীন ভিখারি।

আমি অর্থ-প্রাচুর্যে আঁতকে উঠি....

নিজেকে তিলে তিলে গড়েছি।

হয়তো তোমার ঝকঝকে ওই স্বর্ণ রাজত্বে....

চিরকাল সেলুলার জেলে বন্দি হতে চেয়েছি।

সেদিন বুঝবে তুমি...

এক একটা যন্ত্রণার বিন্দুতে ইতিহাস তৈরি হবে যখন।

খুঁজে পাবে না সেদিন...?

হয়তো তোমার যন্ত্রণায় দেখতে পাবে সেদিন...

আমার মৃতদেহ ওই তোমার রাজত্বের একটা ধূলিস্যাতের মরীচিকায়।

      °°°°°°°°°°