Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

একদিন প্রেমে আগুন ধরেছিল------- রমেন মজুমদার,
*************************ঘুমভাঙ্গা ভোরে চেয়ে ছিলাম পথপানেঅগ্নুৎপাত ঘটেছিল একটি আন্দোলনে!ছুটেছিল আগুনের লেলিহান বোমায় !আমি বুকপেতে সয়ে গেছি ফুলকির উত্তাপ!এমনি বুঝি ভেঙ্গে যায় সম্পর্ক ?
এ…

 


একদিন প্রেমে আগুন ধরেছিল

------- রমেন মজুমদার,


*************************

ঘুমভাঙ্গা ভোরে চেয়ে ছিলাম পথপানে

অগ্নুৎপাত ঘটেছিল একটি আন্দোলনে!

ছুটেছিল আগুনের লেলিহান বোমায় !

আমি বুকপেতে সয়ে গেছি ফুলকির উত্তাপ!

এমনি বুঝি ভেঙ্গে যায় সম্পর্ক ?


একদিন প্রেমে আগুন ধরেছিল,

রক্ত দিয়ে নিভিয়েছি সে ঋণের উত্তাপ !

তোমার আমার জন্মভূমিতে

চলছে লড়াই সতীনের অধিকার !


জীবনের খাত বাহিত হয় অগ্নির অঙ্কুরে !

স্বদেশের মাটি কেবলই চেনা জন্মযুদ্ধের খেলা;-

ঋতুরাজ ছিঁড়ে দেয় প্লাবিত বসন্তদুপুর !

নষ্ট হয়ে যায় মাঠ ভরা ফসলের ঋতুর প্লাবনে...

তবুও অগ্নুৎপাতে রয়ে যায় বিরহ কিছু !


আমার বুকে লেগেছিল প্রেমের আগুন,

পুড়েছিল নাম না জানা কিশোরীর পল্লব!

ব্যর্থ পথিক ক্লান্তঘামে হার মানে প্রেমে;--

সহস্র কিশোরীর পল্লবিত যৌবন মুকুলে ।


আমি হার মেনেছি অগ্ন্যুৎপাতের প্রেমে

একবারই সে প্রেম জীবনে এসেছিল আমার

কিন্তু, ধরণী বারবার পায় উষ্ণ সোহাগ যৌবনের,

নিভে যাওয়া আগুনে শুধু অস্থিটুকু 

জ্বলন্ত হৃদয়ের দুটি প্রাণ !


এসো,শুদ্ধ হই অনন্তকালের জন্য

পুড়ে পুড়ে বিলীন হই আকাশের সীমানায়....

খেলাঘরে পড়ে থাকে দুটি নিথর প্রাণের স্পন্দন।।

কলকাতা।।।।।।।