Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম : বিপর্যয়ের_রেখা_ধরে#কলমে      : অমিতাভ#তারিখ      : ০৬/০৭/২০২১***************************এক একটা দিন চোরা স্রোতের মত..একটা সুতীব্র দুঃখবোধ আচ্ছন্ন করে রাখে,আজও সারাদিন এমনি একটা দিন যাপন করলাম!এমনি একটা রচনাহীন বিষণ্ণ দ…

 


#শিরোনাম : বিপর্যয়ের_রেখা_ধরে

#কলমে      : অমিতাভ

#তারিখ      : ০৬/০৭/২০২১

***************************

এক একটা দিন চোরা স্রোতের মত..

একটা সুতীব্র দুঃখবোধ আচ্ছন্ন করে রাখে,

আজও সারাদিন এমনি একটা দিন যাপন করলাম!

এমনি একটা রচনাহীন বিষণ্ণ দিন কাটলো!

হেসেছি,কলকলিয়ে কথাও বলেছি বহুবার,

তুচ্ছ কথার নানাবিধ ফুলকারি,

কিন্তু বুকের ভিতরে গুড়গুড় শব্দে

সেই কষ্টটা অহরহ পেঁচিয়ে রয়েছে l

আমি তো জানতাম না যে জীবনের

এই পর্বে এমন এক বিপর্যয়ে ভেসে যাবো,

তার অলৌকিক ভালোবাসা এসে পরম

মমতায় ধরবে আমার এই দুঃখী হাতটা!!

ঈশ্বর বারবার প্রমান করার চেষ্টা করেছেন -

আমার উপরে দুঃখের জাল ফেলে

আমাকে দুঃখী প্রমান করতে!

আমি কিন্তু তা মেনে নিইনি -

এমনই অহংকারী আমি,

বার বার বলেছি -

'আমার মত সুখী কে আছে 'l

কতদূর থেকে কোন এক আলোকবর্ষের দূরত্ব থেকে দুরন্ত বেগে ছুটে এসেছে অমোঘ এক ভালোবাসা!

যে ভালোবাসা আমাকে কাঁদায়,

ভাবনায় ভাসায়l

চাঁদের আলোর বন্যার মত,

শ্রাবন ধারার মত অলৌকিক মায়ায়

আমাকে জড়ায় আবেগে মমত্বে l

আমার সব কষ্ট, সব দুঃখ -

আমার সব ক্ষতে প্রলেপ দিয়ে

নিরাময় করবে বলে!

হ্যাঁ, আমায় নিরাময় করুক সে -

আমাকে আশ্রয় দিক সে তাঁর উষ্ণতায়!

কিন্তু কোথায় সে দেখতে পাইনা তাকে .....

মাঝেমাঝে নিজেকে অদ্ভুত

এক জীবের মত মনে হচ্ছে l

অপমান আর অভিমানে মানুষ বলে

মনে হয় না নিজেকে আর l

মাঝে মাঝে বড় ক্লান্ত বোধ করছি l

কিন্তু ঈশ্বরের সাথে তো আমার লড়াই!

ভালোবেসে বলেছিলাম তাকে --

চল তবে পাশাপাশি

একটু হাঁটি সমান্তরালে

একটু কাছাকাছি থাকি,

একটু নিবিড় হয়ে বসি l

আমার হেরে যাওয়া আমিকে আবার

নতুন করে জেতার চেষ্টা করি l

একবারও কি আর প্রাণ ভরে হেসে

উঠতে পারবো না এই অনন্ত প্রাণে?

✍️অকবি