শিরোনাম -শেষ কথাকলমে - অভিজিৎ পল্ল্যেতারিখ - ৭ | ০৭ | ২০২১
সে তর্কটা আজ দূরে থাক,কিছুটা সময় নেওয়া যাক৷চলো -আজ অভিযোগ ভুলেবসি গিয়ে নির্জন বেঙ্চটার দুকুলে৷
দুই প্রান্তে দুই মুখ ,দূরদৃষ্টি৷থাকে কিছুকাল নিশ্চুপ প্রতীক্ষায় ৷তারপর ,আল…
শিরোনাম -শেষ কথা
কলমে - অভিজিৎ পল্ল্যে
তারিখ - ৭ | ০৭ | ২০২১
সে তর্কটা আজ দূরে থাক,
কিছুটা সময় নেওয়া যাক৷
চলো -আজ অভিযোগ ভুলে
বসি গিয়ে নির্জন বেঙ্চটার দুকুলে৷
দুই প্রান্তে দুই মুখ ,দূরদৃষ্টি৷
থাকে কিছুকাল নিশ্চুপ প্রতীক্ষায় ৷
তারপর ,আলমোড়া ভেঙ্গে দুজনেই -
মুখোমুখি একই প্রশ্নে আবার নিরুত্তর ৷
যে পথ মাড়িয়ে গেছি দুজনে,
সেই পথেই আজ রোজ হাট বসে ৷
আমাদের স্মৃতিগুলো রোজ হয় কেনাবেচা
তাই আর কোন দাগ নেই দুটি মনে ৷
তুমি নির্মম অমর হয়েছ নিজ গুনে,
তোমারই সৃষ্টি আমি মিলিয়েছি পাতার পৃষ্ঠান্তরে ৷
শাল গায়ে কালপুরুষ আমি প্রতিরাতে
হারিয়েছি কালো আকাশের অন্তরালে ৷
তবু আজ থেমে গেছি দুজনেই ৷
সব কথা সেরে নিতে হবে আজ ই |
চোখে চোখ এই বুঝি কথা শুরু হয়,
সময় প্রহরী দ্বারে আজ কথা যেন শেষ হয়...
@ মন