দৈনিক কবিতা প্রতিযোগীতা
ফুঁ দিয়ে দিলাম জয়ন্ত পাত্র ০৭/০৭/২১
ফুঁ দিয়ে দিলাম ....।ঠোঁট দুটো ফাঁক করে, একটা ফুঁ দিয়ে দিলাম ।শীতল হোক পৃথিবী ,বেঁচে থাকুক খেটে খাওয়া পিঁপড়ের দল,আনাড়ি লোকের মনে জাগুক ভালোবাসার কথা ।সুমধুর প্রেম…
দৈনিক কবিতা প্রতিযোগীতা
ফুঁ দিয়ে দিলাম
জয়ন্ত পাত্র
০৭/০৭/২১
ফুঁ দিয়ে দিলাম ....।
ঠোঁট দুটো ফাঁক করে, একটা ফুঁ দিয়ে দিলাম ।
শীতল হোক পৃথিবী ,
বেঁচে থাকুক খেটে খাওয়া পিঁপড়ের দল,
আনাড়ি লোকের মনে জাগুক ভালোবাসার কথা ।
সুমধুর প্রেমে মেতে থাকুক কয়েকটা মন,
পৃথিবী নামক এই নরকে,
ফিরে আসুক অনন্তের শান্তি ।
জীবনের ছেঁড়া অংশে,
তাচ্ছিল্যের শব্দটাকে তীব্র প্রত্যাখ্যান করে
জন্ম হোক সত্যিকারের ভালোবাসা ।
প্রত্যাখ্যান করা প্রেমিকার ফেলে আসা ঘর
অবিরাম ডাকুক প্রিয়া, প্রিয়া বলে ।
উঠোনের শিউলি ডালে বসে থাকা ময়না পাখিটা
আবার গান ধরুক ।
সময়কার রকবাজে,
কাফেলার সর্তক প্রহরা ঘিরা,
পুড়ে যাওয়া দেহকাঠ কৃষ্ণমূর্তির কসাইখানায় দাঁড়িয়ে,
......... একটা ফুঁ দিয়ে দিলাম ।