Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনামঃ-কামনা জাগেকলমে- প্রদীপ বাগবৈদ্যবাটি হুগলী২-৭-২০২১কামনার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমা অভিমান গলে জল,একটু ছোঁয়া মধুর সঙ্গম উষ্ণ লাভা গড়িয়ে পড়ে হৃদয়ের অন্তঃপুরে,তপ্ত প্রস্রবণে অবগাহন জুড়ায় পরান দূ…

 


বিভাগ-কবিতা

শিরোনামঃ-কামনা জাগে

কলমে- প্রদীপ বাগ

বৈদ্যবাটি হুগলী

২-৭-২০২১

কামনার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমা অভিমান গলে জল,

একটু ছোঁয়া মধুর সঙ্গম উষ্ণ লাভা গড়িয়ে পড়ে হৃদয়ের অন্তঃপুরে,

তপ্ত প্রস্রবণে অবগাহন জুড়ায় পরান দূর হয় সব ক্লান্তি নিদাঘের শেষে,

আবার উঁকিঝুঁকি মারে জাগে নতুন কামনার সুডৌল তন্বী তে ওঠে ঝঙ্কার,

মেটেনা স্বাদ তীব্র চাহিদা আবার জমাট বাঁধে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপে,

সোহাগের আলিঙ্গন সুখের চুম্বন অতৃপ্ত বাসনায় প্রাপ্তি কর্কশ শব্দে তিরস্কার,

ছিল যে গলার মালা উপেক্ষিত সে অবহেলা অনায়াসে অকারণে বিদ্ধ অপবাদের তীর!

যৌবনের অগ্নিকুণ্ড নির্বাপিত অতৃপ্তের বাতাসে নিভৃতে বেজে ওঠে বিষন্নতার করুণ বাঁশি;

মরুপ্রান্তরে কালের যূপকাষ্ঠে স্বপ্নের বলিদান নেমে আসে অসময়ে গোধূলির ছায়া,

শ্বাস ভরা বুকে জেগে থাকে আশা ঘটনাচক্রে ওঠে যদি আবার পূন্নিমের ঝলমলে চাঁদ,

তমসার বুক চিরে আলোর রোশনাই এলোচুলে উমাশশী শুনতো ভাটিয়ালি গান আঁচল উড়িয়ে,

মরা গাঙে বান ডেকে ভাসতো সাধের ভগ্ন তরী দূর্বার গতিতে স্বপ্নের বৈঠা বেয়ে অজানা পথে,

একরাশ আকাঙ্ক্ষা বুকে চেপে ক্ষয়ে যায় অস্থি মজ্জা কালের স্রোতে ঘূর্ণাবর্তে জীবনের ধারায়,

শেষ হয় দেহমন নগ্নতায় মাটির নিচে কবরের শয্যায় কিংবা শ্মশানের লেলিহান অগ্নি শিখায়.........

                          (সংরক্ষিত)