দৈনিক সেরা সম্মাননাশিরোনামঃ#প্রেম_পর্যায়কলমেঃ পাপিয়া সাধুখাঁ০২/০৭/২০২১
দুরত্ব বেঁধেছে গোপনে--- রঙিন প্রেমের বাঁধনঅভিমানী রঙটা যে---- ভীষণরকম আপন।
কে আছে ওই রঙের মাঝে? ধরা ছোঁয়া যাবে কী?একি ঘোরে আঁখিমাখা, খোঁজে তারে একাকী!
বিজন দু…
দৈনিক সেরা সম্মাননা
শিরোনামঃ#প্রেম_পর্যায়
কলমেঃ পাপিয়া সাধুখাঁ
০২/০৭/২০২১
দুরত্ব বেঁধেছে গোপনে--- রঙিন প্রেমের বাঁধন
অভিমানী রঙটা যে---- ভীষণরকম আপন।
কে আছে ওই রঙের মাঝে? ধরা ছোঁয়া যাবে কী?
একি ঘোরে আঁখিমাখা, খোঁজে তারে একাকী!
বিজন দুপুর বেলা, রঙ নিয়ে করে খেলা
আবছায়া ক্যানভাসে বসেছে যাতনা মেলা!
গুড়ো গুড়ো উড়ো চিঠি বাতাসেতে মেলে ডানা
ছুঁয়ে যায় কেশরাশি----শুধু ছল, আর কিছু বাহানা!
তারই মাঝে ঝাঁক ঝাঁক ভাবনার কোন্দল
রেশমি সুতোর শাড়ি নাকি শুধু মলমল?
কুন্দেরা ঝরে পড়ে, আবেগি মাতাল নেশা
কিছু স্মৃতি পিছু রাখে---চায় কি সে,ভালোবাসা?
ঝুমকো লতায় মোড়া মেঠো পথ ধরে ওই
চলে গেছে যেই জন, মন চাই তারই হই।
দুরত্বের রঙ খেলে আনমনে, হিজিবিজি নক্সায়
কি বলিতে চায় সে? অবোধ্য, ছেঁড়া ছেঁড়া ভাষায়?
ওই রঙে মন আছে-----সব রঙ ফিকে তাই
দেহ যেথা সেরা আছে, কোন রঙে মন নাই!
ও রঙ প্রেমের রঙ------অভিমানে-অনুভবে
দুরত্ব? ব্যর্থ সূত্র শুধু!----সে রয়ে গেছে স্বভাবে।