নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* চিকিৎসক দিবসে গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মির পক্ষ থেকে গড়বেতা হাসপাতাল সহ গড়বেতার সমস্ত চিকিৎসকদের শুভেচ্ছা জানানো হল।।সিভিল আর্মির এই উদ্যোগে চিকিৎসকরা খুশি। গড়বেতার ব্লক মুখ্য স্বাস্থ্য আ…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* চিকিৎসক দিবসে গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মির পক্ষ থেকে গড়বেতা হাসপাতাল সহ গড়বেতার সমস্ত চিকিৎসকদের শুভেচ্ছা জানানো হল।।সিভিল আর্মির এই উদ্যোগে চিকিৎসকরা খুশি। গড়বেতার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঞ্চিতা কর্মকার এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি, কোভিড নিয়মবিধি মেনে সকলের পাশে থাকার বার্তা দেন। এই ধরনের উদ্যোগ এলাকায় মানুষের কাছেও প্রশংসিত হয়েছে। এদিন সিভিল আর্মির শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী স্বদেশ সরকার, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত দাস ও 'সহচরী' গ্রুপের পক্ষ থেকে প্রলয় চন্দ্র এবং 'গড়বেতা বন্ধুসমাজের পক্ষ থেকে স্বরূপ ছাতাইত প্রমুখ বিশিষ্ট জনেরা। পাশাপাশি সিভিল আর্মি গ্রুপের সমস্ত সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।