Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

পূর্বাব্দ /কাশীনাথ মণ্ডল 19/03/2921(কবিতা)
চারশো বিশ পূর্বাব্দের স্কেলিটন এবং গোলাপি বোতামস্কেলিটনের পাশে ধুনার গন্ধপ্রাচীন আঁকাজোকা স্থবির বাইসনতৎকালীন ত্রিভুজের গণিত এবং বহু উপপাদ্যে অনন্ত ফসফরাসের আলো
আমি চারশো বিশ পূর্বাব্দের স…

 


পূর্বাব্দ /কাশীনাথ মণ্ডল 19/03/2921(কবিতা)


চারশো বিশ পূর্বাব্দের স্কেলিটন এবং গোলাপি বোতাম

স্কেলিটনের পাশে ধুনার গন্ধ

প্রাচীন আঁকাজোকা স্থবির বাইসন

তৎকালীন ত্রিভুজের গণিত এবং বহু উপপাদ্যে অনন্ত ফসফরাসের আলো


আমি চারশো বিশ পূর্বাব্দের স্কেলিটন এবং লুপ্তের গোলাপি বোতাম

তখন হিকমতের কবিতায় বেল বাজেনি

তখন লিবার্টির মূর্তি কেউ দেখেনি

লুথার ও পরাছন্ন তাঁবুর ভিতর


পূর্বাব্দে একটি স্কেলিটন ও ঝাউগাছের রেডিও

মেঘেদের গ্রামোফোন ও ইলাহী সোমরস  

তুর্কিস্থানের নারী ও স্কেলিটনের পোশাক আঁকেনি 

যদিও বৃক্ষের ঝুরি নামে অনন্তে অনন্তে


একটি পাথরের মূর্তি গোলাকার মহাবিদ্যা 

আমার আগাগোড়া জানে

আমার স্কেলিটন এবং গোলাপি বোতাম এক ডাম্পারে রাখা

সঙ্গে চারশো বিশ পূর্বাব্দের ধু ধু বিমূর্ত ছবি