Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:রাত জাগা ব‍্যর্থতাকলমে: বিমান বিশ্বাসতারিখ:২০_০৭_২০২১
অনর্গল মুঠোফোনটা কড়ানাড়া বন্ধ করেছে সেই কবে থেকে!
অগনিত শব্দের ঝঙ্কারে শোনাতো সেঢেউ খেলানো বিপদের কারণ।সকল বিধিনিষেধ শিকেয় তুলে রাত জাগা পাখিদের মত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:রাত জাগা ব‍্যর্থতা

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:২০_০৭_২০২১


অনর্গল মুঠোফোনটা 

কড়ানাড়া বন্ধ করেছে সেই কবে থেকে!


অগনিত শব্দের ঝঙ্কারে শোনাতো সে

ঢেউ খেলানো বিপদের কারণ।

সকল বিধিনিষেধ শিকেয় তুলে 

রাত জাগা পাখিদের মতো বলতো মনের কথা।


উপদ্রব ইচ্ছে গুলো মেলতো ডানা

স্তন‍্যপায়ী বাদুড়ের মতো উড়ে যেতো খসে পড়া হরপ্পা সভ‍্যতার হারানো গৌরবে।


শুকনো বসন্তের রকমারী পাতার শব্দে ভাঙতো তার ঘুম।


পুড়ে যাওয়া ভাবনার ধোঁয়ায় রক্তে ভিজতো বন্দর বিহীন ঝাঁ চকচকে মিথ‍্যার দহনে।


সে বিশ্বাস করেছিল রাত জাগা পাখির নিঃশ্বাস, গানের কথাকলি,অনন্ত মিথ‍্যার প্রতিশ্রুতি আর বিরক্তির উদ্রেক।


ফুরিয়ে গেছে সে সময় অতিমারি শূন্যতার মাঝে।

আজ আর কয় না কথা,রাত জাগা ব‍্যর্থতায় ডুবে ঘুম ঘোরে  কাটায় অলস সময়।


আজো তবু ফুটে ওঠে নম্বর প্লেট বিহীন অনন্ত যুগের হারানো সুর তার নরম দেহে।


Copyright © All rights reserved to Biman Biswas